Sports News

সচিনকে কেন ধন্যবাদ জানালেন বিরাট?

কোহালি ছাড়াও আরও পাঁচজন ক্রীড়াবিদ রয়েছেন এই ১০০ জনের তালিকায়। তাঁদের মধ্যে দু’জন আমেরিকার বাইরের। তার মধ্যে একজন টেনিস তারকা রজার ফেডেরার ও দ্বিতীয় বিরাট কোহালি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২০ এপ্রিল ২০১৮ ১৬:০৫
Share:

টাইম ম্যাগাজিনের বিচারে ২০১৮-র ১০০জন প্রভাবশালী ব্যাক্তির মধ্যে রয়েছেন বিরাট কোহালি। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কের ২০১৭টা দারুণ কেটেছে। শুধু ২০১৭ নয় বেশ কয়েক বছর ধরেই তিনি তাঁর সেরা সময় কাটাচ্ছেন। কিন্তু টাইম ম্যাগাজিন এই ১০০জনকে বেছে নিয়েছে ২০১৭ সালের ভিত্তিতে। কোহালি ছাড়াও আরও পাঁচজন ক্রীড়াবিদ রয়েছেন এই ১০০ জনের তালিকায়। তাঁদের মধ্যে দু’জন আমেরিকার বাইরের। তার মধ্যে একজন টেনিস তারকা রজার ফেডেরার ও দ্বিতীয় বিরাট কোহালি।

Advertisement

এখানেই চমকের শেষ নয়। আসল চমক তো অন্য জায়গায়। টাইম ম্যাগাজিনে বিরাট কোহালির প্রোফাইলের লেখক স্বয়ং সচিন তেন্ডুলকর। আর সে কারণেই সচিনকে ধন্যবাদ জানিয়েছেন বিরাট কোহালি। টুইটে তিনি লেখেন, ‘‘ধন্যবাদ, সচিন পাজি, আমাকে নিয়ে লেখার জন্য। টাইম ম্যাগাজিনের ১০০ জনের তালিকায় জায়গা পেয়ে আমি গর্বিত।’’

তেন্ডুলকর সেই সময়ের কথা লিখেছেন, যখন তিনি প্রথম কোহালিকে দেখেছিলেন। তিনি লেখেন, ‘‘২০০৮এর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ভারতের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। যেখান থেকে উঠে এসেছিল ভারতীয় ক্রিকেটের পরবর্তী প্রজন্ম। সেই সময় আমি প্রথম ওকে দেখি ভারতের নেতৃত্ব দিতে। আর আজ বিরাট কোহালির নাম মুখে মুখে ঘোরে।’’ সচিন লিখেছেন, ‘‘আমার বাবা বলতেন, তুমি যদি তোমার কাজের প্রতি একনিষ্ঠ হও তা হলে একদিন তোমার নিন্দুকেরা তোমার পথ অনুসরণ করবে।’’

Advertisement

আরও পড়ুন সহবাগের টুইট ‘গেলকে নিয়ে আমি আইপিএলকে বাঁচালাম’

আরও পড়ুন সহবাগের টুইট ‘গেলকে নিয়ে আমি আইপিএলকে বাঁচালাম’ _ ' 🙏😇

আরও পড়ুন সহবাগের টুইট ‘গেলকে নিয়ে আমি আইপিএলকে বাঁচালাম’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন