চেন্নাইয়ে দুই মাস্টার। এ আর রহমানের সঙ্গে কোহালি।
মাঠেও এত চাপে থাকেননি কখনও। যতটা চাপে লাগল তাঁকে সোমবার। বিরাট কোহালিকে। গায়ক হিসেবে প্রথম হাতেখড়ি হচ্ছে তাই। তাও আবার এআর রহমানের সুরে। অস্কারজয়ী ভারতীয় সুরকারের সুরে প্রিমিয়ার ফুটসলের থিম সং গাইবেন বিরাট। ভারতে নতুন শুরু হতে চলা এই খেলার ভিডিওতেও বিরাটকে দেখা যাবে। যা প্রকাশ হতে পারে ২০ জুন। প্রিমিয়ার ফুটসলের ব্র্যান্ড অ্যাম্বাসাডর বিরাট এ দিন বলেন, ‘‘দীর্ঘদিন ধরে আমি এআর রহমানের ভক্ত। ওঁর সঙ্গে স্ক্রিন শেয়ার করা, প্রিমিয়ার ফুটসলে গান গাওয়াটা দারুণ ব্যাপার।’’