India Team For T-20 World Cup

মুম্বইয়ের চার, গুজরাতের এক! আইপিএলের কোন দল থেকে ক’জন রইলেন ভারতের বিশ্বকাপের দলে? ১৫ জনে কলকাতার ক’জন?

আইপিএলের ছ’টা দল থেকে আসন্ন টি-২০ বিশ্বকাপের জন্য ১৫ জন ক্রিকেটারকে বেছে নিয়েছে ভারতীয় বোর্ড। ক্যাপ্টেন সূর্যকুমার যাদব থেকে স্পিনার বরুণ চক্রবর্তী— ওই লিগে খেলেন কোন কোন দলের জার্সিতে?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৫ ০৭:৫০
Share:
০১ ২০

আর মাত্র দেড় মাসের অপেক্ষা। আগামী বছরের ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে পুরুষদের আইসিসি টি-২০ বিশ্বকাপ। ভারত ও শ্রীলঙ্কায় বসবে এর আসর। আসন্ন টুর্নামেন্টের জন্য ইতিমধ্যেই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিসিআই। বিশ্বকাপ শেষ হতে না হতেই আইপিএল খেলতে মাঠে নেমে পড়বেন ক্রিকেটাররা। ফলে ওই মেগা টুর্নামেন্টের দলে থাকা কোন খেলোয়াড় কোন ফ্র্যাঞ্চাইজ়ির জার্সিতে রয়েছেন, তা নিয়ে তুঙ্গে উঠেছে জল্পনা।

০২ ২০

সম্প্রতি সংযুক্ত আরব আমিরশাহির রাজধানী আবু ধাবিতে অনুষ্ঠিত হয় আইপিএলের মিনি নিলাম। ঠিক তার পরেই বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করে বোর্ড। এই দলে মুম্বই ইন্ডিয়ান্সের চার জন খেলোয়াড় রয়েছেন। সেই তালিকায় প্রথমেই আসবে অধিনায়ক সূর্যকুমার যাদবের নাম। গত এক বছর ধরে রানের খরা চলছে তাঁর ব্যাটে। এ বছর একটিও অর্ধশতরান করতে পারেননি তিনি। ২০২৫ সালে ১৯ ম্যাচে মাত্র ২১৮ রান করেছেন তিনি। গড় ১৩.৬২। তাঁর এ-হেন ফর্ম চিন্তায় রেখেছে হেড কোচ গৌতম গম্ভীরকেও।

Advertisement
০৩ ২০

অধিনায়ক সূর্য অবশ্য নিজের ফর্ম নিয়ে অতটা চিন্তিত নন। টি-২০ বিশ্বকাপের দল ঘোষণার পর অহমদাবাদে একটি অনুষ্ঠানে এই নিয়ে মুখ খোলেন তিনি। বলেন, ‘‘ক্রীড়াবিদের জীবনে সব সময় ভাল ফর্ম থাকে না। এমন নয় যে সকলে চান ফর্ম খারাপ হোক। কিন্তু প্রত্যেকের কেরিয়ারেই খারাপ সময় আসে। সেখান থেকে শিক্ষা নিতে হয়। আমার কেরিয়ারেও এটা শেখার সময়। উত্থান-পতন চলছে। এখান থেকে আমি ঠিক বার হব।”

০৪ ২০

মুম্বই ইন্ডিয়ান্স থেকে ভারতীয় দলে জায়গা পেয়েছেন হার্দিক পাণ্ড্যও। চোট সারিয়ে সম্প্রতি জাতীয় দলে ‘কামব্যাক’ করেছেন তিনি। ডিসেম্বরে ঘরের মাটিতে হওয়া দক্ষিণ আফ্রিকা সিরিজ়ে বিধ্বংসী ফর্মে ছিলেন হার্দিক। প্রথম ও শেষ ম্যাচে ঝড় তোলে তাঁর ব্যাট, যা গুরু গম্ভীরের মুখের হাসি চওড়া করেছে। কটকে প্রথম ম্যাচে প্রোটিয়াদের বিরুদ্ধে ২৮ বলে ৫৯ রান করেন হার্দিক। মারেন ছ’টি চার ও চারটি ছক্কা। অহমেদাবাদে আরও বিধ্বংসী ছিল তাঁর ব্যাটিং। মাত্র ২৫ বলে ৬৩ রানের ইনিংস খেলেন এই ডানহাতি অলরাউন্ডার।

০৫ ২০

জাতীয় দলে জায়গা পাওয়া তিলক বর্মাও আগামী বছর আইপিএল খেলবেন মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে। সাধারণত তিন নম্বরে ব্যাট করেন তিনি। কুড়ি-বিশের ক্রিকেটে রান তাড়া করতে নেমে সবচেয়ে বেশি ব্যাটিং গড়ের তালিকায় শীর্ষে উঠে এসেছেন ২৩ বছর বয়সি এই ক্রিকেটার। এত দিন সেই রেকর্ড ছিল বিরাটের দখলে।

০৬ ২০

মুম্বই ইন্ডিয়ান্সের তারকা পেসার জসপ্রীত বুমরাহ জায়গা পেয়েছেন কুড়ি-বিশের বিশ্বকাপের জাতীয় দলে। সম্প্রতি টি-২০ আন্তর্জাতিক ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন তিনি। গত জানুয়ারিতে ৯০৭ রেটিং পয়েন্ট নিয়ে টেস্টে ভারতীয় বোলারদের মধ্যে সর্বোচ্চ পয়েন্টের রেকর্ড গড়েন তিনি। পিছনে ফেলেন সাবেক স্পিনার রবিচন্দ্রন অশ্বিনকে।

০৭ ২০

টি-২০ বিশ্বকাপে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) থেকে ভারতীয় দলে জায়গা পেয়েছেন তিন জন ক্রিকেটার। এর মধ্যে রয়েছেন বাঁ-হাতি ব্যাটার রিঙ্কু সিংহ। টিমে ‘ফিনিশার’ হিসাবে বিশেষ খ্যাতি রয়েছে তাঁর। নভেম্বরে রঞ্জি ট্রফিতে পর পর দু’টি ম্যাচে শতরান করেছেন উত্তরপ্রদেশের ব্যাটার। সেপ্টেম্বরে আমিরশাহির দুবাইয়ে এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে তাঁর শটেই ট্রফি জিতেছিল ‘মেন ইন ব্লু’।

০৮ ২০

রিঙ্কুকে বাদ দিলে কেকেআরের হর্ষিত রানাও কুড়ি-বিশের বিশ্বকাপে জাতীয় দলে জায়গা পেয়েছেন। গুরু গম্ভীরের অত্যন্ত পছন্দের এই বোলার বিশ্বকাপের আগে বেশ ভাল ফর্মে রয়েছেন। সম্প্রতি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজ় জিতেছে ভারত। সেখানে ভাল বল করেছেন হর্ষিত। অতীতে শিশির ভেজা মাঠেও সফল হতে দেখা গিয়েছে তাঁকে।

০৯ ২০

২০ ওভারের ক্রিকেটে বিশ্বের এক নম্বর বোলার বরুণ চক্রবর্তীকে বিশ্বকাপের দলে রেখেছে বোর্ড। আইপিএলে তিনিও খেলেন কেকেআরের হয়ে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চতুর্থ টি-২০ শুরুর আগে জসপ্রীত বুমরাহের রেকর্ড ভেঙে দেন নাইটদের মিস্ট্রি স্পিনার। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) টি-২০ ক্রিকেটে বোলারদের যে ক্রমতালিকা প্রকাশ করেছে, তাতে শীর্ষে রয়েছে বরুণের নাম। তাঁর রেটিং পয়েন্ট ৮১৮।

১০ ২০

২০১৭ সালের ১ ফেব্রুয়ারি যে ক্রমতালিকা প্রকাশিত হয়েছিল, তাতে বুমরাহের রেটিং পয়েন্ট ছিল ৭৮৩। টি-২০ ক্রিকেটে ভারতীয় বোলারদের মধ্যে এত দিন সর্বোচ্চ রেটিং পয়েন্ট ছিল সেটাই। ১৭ ডিসেম্বর তাঁকে টপকে গেলেন বরুণ। প্রায় আট বছরের রেকর্ড ভেঙে তৈরি করলেন নতুন নজির। ক্রিকেটজীবনের সেরা রেটিং পয়েন্ট কেকেআর স্পিনারকে আরও আত্মবিশ্বাসী করে তুলতে পারে।

১১ ২০

কুড়ি ওভারের বিশ্বকাপে সানরাইজ়ার্স হায়দরাবাদের থেকে জাতীয় দলে সুযোগ পেয়েছেন মাত্র দু’জন। তার মধ্যে রয়েছেন বাঁহাতি ওপেনিং ব্যাটার অভিষেক শর্মা। ম্যাচের শুরু থেকেই ছক্কা মেরে প্রতিপক্ষ বোলারদের মানসিকতায় চিড় ধরানোর প্রবণতা রয়েছে তাঁর। সে কারণেই বিশ্বের এক নম্বর টি-২০ ব্যাটার তিনি। এখনও পর্যন্ত ক্রিকেটের এই ফরম্যাটে ৩০০ ছক্কা মেরেছেন অভিষেক। মাত্র ১৬৩ ইনিংসে এই নজির গড়েছেন তিনি।

১২ ২০

লম্বা সময় পর জাতীয় দলে কামব্যাক করেছেন ঝাড়খণ্ডের উইকেটরক্ষক-ব্যাটার ঈশান কিশন। আইপিএলে তিনিও খেলবেন সানরাইজ়ার্স হায়দরাবাদের হয়ে। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে সর্বোচ্চ রান করার পুরস্কার হিসাবে টি-২০ বিশ্বকাপের দলে জায়গা পেয়েছেন এই ২৭ বছরের ক্রিকেটার। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ১০টি ম্যাচে ৫৭.৪৪ গড়ে ৫১৭ রান করেন ইশান। ফাইনালে হরিয়ানার বিরুদ্ধে খেলেন ১০১ রানের ইনিংস।

১৩ ২০

২০২৩ সালে শেষ বার ভারতীয় দলের জার্সিতে খেলেছিলেন ঈশান। দেশের হয়ে ২টি টেস্ট, ২৭টি এক দিনের ম্যাচ এবং ৩২টি টি-২০ ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে দু’টি অর্ধশতরানও করেন তিনি। আগামী দিনে বিজয় হজারে ট্রফিতেও ঝাড়খণ্ডকে নেতৃত্ব দেবেন তিনি।

১৪ ২০

চেন্নাই সুপার কিংসের (সিএসকে) উইকেটরক্ষক-ব্যাটার সঞ্জু স্যামসন জায়গা পেয়েছেন টি-২০ বিশ্বকাপের জাতীয় দলে। ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কুড়ি-বিশের ম্যাচে ইনিংস ওপেন করতেও দেখা গিয়েছে তাঁকে। নভেম্বরে আইপিএলের ‘রিটেনশন’-এর শেষ দিনে সঞ্জুকে দলে নেওয়ার খবর সরকারি ভাবে জানায় চেন্নাই। বিশ্বকাপে প্রথম ১১-য় তাঁকে গুরু গম্ভীর রাখেন কি না, সেটাই এখন দেখার।

১৫ ২০

গত তিন বছরে আইপিএলে সে ভাবে বল করতে দেখা যায়নি শিবম দুবেকে। ২০২৫ সালের লিগে মাত্র দু’ওভার বল করেন তিনি। কিন্তু এশিয়া কাপে জাতীয় দলের জার্সিতে নেমেই তিন উইকেট নেন শিবম। আগামী বছরের টি-২০ বিশ্বকাপে পুরোদস্তুর অলরাউন্ডার হিসাবেই তাঁকে দলে রেখেছে বোর্ড। সিএসকের শিবম জানিয়েছেন, বোলিং কোচ মর্নি মর্কেলের পরামর্শেই আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন তিনি।

১৬ ২০

দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক অক্ষর পটেলকে কুড়ি-বিশের বিশ্বকাপে ভারতীয় দলের সহ-অধিনায়ক করেছে বোর্ড। ২০১৫ সালে ক্রিকেটের এই ফরম্যাটে জাতীয় দলের হয়ে অভিষেক হয় তাঁর। এখনও পর্যন্ত ৮২টি টি-২০ ম্যাচে অক্ষর করেছেন ৬৩৭ রান। নিয়েছেন ৭৯ উইকেট।

১৭ ২০

দিল্লি ক্যাপিটালসে অক্ষরের স্পিন পার্টনার কুলদীপ যাদবও কুড়ি-বিশ্বের বিশ্বকাপের জাতীয় দলে জায়গা পেয়েছেন। ভারতের হয়ে ইতিমধ্যেই ৫০টি টি-২০ ম্যাচ খেলে ফেলেছেন উত্তরপ্রদেশের এই বাঁহাতি স্পিনার। ৯০ উইকেট রয়েছে তাঁর ঝুলিতে। কুলদীপের বোলিং গড় ১৩.১৭। কুড়ি-বিশের ক্রিকেটে ১৭ রানে পাঁচ উইকেট এখনও পর্যন্ত তার সেরা বোলিং।

১৮ ২০

টি-২০ বিশ্বকাপে বুমরাহ এবং হর্ষিত রানার সঙ্গে পেসার হিসাবে জুটি বাঁধতে দেখা যাবে অর্শদীপ সিংহকে। কুড়ি-বিশের আন্তর্জাতিক ক্রিকেটে ১০০ উইকেট রয়েছে তাঁর ঝুলিতে। কিন্তু তার পরেও সাম্প্রতিক সময়ে অর্শদীপের পারফরম্যান্সের সূচকের তীব্র ওঠানামা লক্ষ করা গিয়েছে। ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একটি টি-২০ ম্যাচে এক ওভারে সাতটা ওয়াইড করেন তিনি। তা দেখে ডাগ আউটে বসে থাকা কোচ গম্ভীরও মেজাজ ঠিক রাখতে পারেননি। পরের ম্যাচেই দুরন্ত কামব্যাক করেন তিনি। চার ওভারে ১৩ রানে নেন ২ উইকেট।

১৯ ২০

টি-২০ বিশ্বকাপ শেষ হলে পঞ্জাব কিংসের জার্সিতে আইপিএল খেলবেন অর্শদীপ। এ ছাড়া গুজরাত টাইটান্সের থেকে অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর জাতীয় দলে জায়গা পেয়েছেন। এ বছরের নভেম্বর থেকে দেশের হয়ে চারটি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি। তার মধ্যে একটি দক্ষিণ আফ্রিকা এবং বাকি তিনটি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে।

২০ ২০

আগামী বছরের টি-২০ বিশ্বকাপের জাতীয় দলে জায়গা পাননি লখনউ সুপার জায়ান্টস, রাজস্থান রয়্যালস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কোনও খেলোয়াড়। বাদ পড়েছেন তারকা ক্রিকেটার শুভমন গিল। জানুয়ারিতে অবশ্য নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে ভারতের হয়ে এক দিনের সিরিজ়ে খেলবেন তিনি। তার আগে ঘরোয়া ক্রিকেটে মন দিচ্ছেন শুভমন।

সব ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement