Sports News

কাউন্টি খেলতে চান বিরাট

দু’বছর আগের ইংল্যান্ড সফরের স্মৃতি এখনও তাজা কোহালির মনে। ভুলতে পারেননি এখনও। টেস্টে এই মুহূর্তে দারুণ পর্মে পুরো ভারতীয় দল। সে অ্যাওয়ে ম্যাচে হোক বা হোম ম্যাচে। প্রতিপক্ষকে দাঁড়াতেই দেননি কোহালি অ্যান্ড ব্রিগেড। তবুও কাটেনি সেই খারাপ স্মৃতি

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০১৬ ১৫:৪১
Share:

বিরাট কোহালি। ছবি: এএফপি।

দু’বছর আগের ইংল্যান্ড সফরের স্মৃতি এখনও তাজা কোহালির মনে। ভুলতে পারেননি এখনও। টেস্টে এই মুহূর্তে দারুণ পর্মে পুরো ভারতীয় দল। সে অ্যাওয়ে ম্যাচে হোক বা হোম ম্যাচে। প্রতিপক্ষকে দাঁড়াতেই দেননি কোহালি অ্যান্ড ব্রিগেড। তবুও কাটেনি সেই খারাপ স্মৃতি। আবার ২০১৮তে ইংল্যান্ড সফরে যাবে ভারত। তাঁর আগে ইংল্যান্ডের পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে কাউন্টি খেলতে চান তিনি। চেন্নাইয়ে শেষ টেস্ট খেলতে নামার আগে এমনই ইচ্ছের কথা জানালেন ভারতের টেস্ট অধিনায়ক। বলেন, ‘‘যদি আমার কাছে সুযোগ আসে তা হলে আমি খেলতে চাই। ইংল্যান্ড ট্যুরের আগে এক বা দেড় মাস ওখানে খেলে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে চাই। বুঝতে চাই বছরের ঠিক ওই সময়ে উইকেট কেমন থাকে।’’

Advertisement

আরও খবর:- ‘আমার থেকে অনেক বেশি আক্রমণাত্মক কোহালি’

বিরাটের মতে প্রস্তুতিটাই আসল। দু’বছর আগে ইংল্যান্ডে বিরাটের ব্যাটিং এ ভাবে তো নাই, দাঁড়াতেই পারেননি। পাঁচ ম্যাচের সিরিজে বিরাটের গড় ছিল ১৩.৪০। সর্বোচ্চ রান ৩৯। যে কারণেই কাউন্টি খেলার কথা ভাবছেন কোহালি। বলেন, ‘‘যদি ইংল্যান্ড সফরের আগে এই সুযোগটা পাই তা হলে খুব ভাল হয়। আমি এটা নিয়ে ভাবছি। যাতে খেলতে পারি সেই চেষ্টাই করছি। আমি ওখানে খেলার জন্য মুখিয়ে রয়েছি।’’

Advertisement

যদিও মুম্বই টেস্টের পর কোহালির যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছিলেন জেমস অ্যান্ডারসন। ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে দারুণ সফল বিরাট। একটা ডবল সেঞ্চুরিসহ তাঁর রান ৬৪০। আরও একটি টেস্ট বাকি রয়েছে। কিন্তু অ্যান্ডারসনের মতে ২০১৪র পর বিরাট কতটা বদলেছে সেটা এই কন্ডিশনে বোঝা সম্ভব নয়। বলেন, ‘‘ও বদলেছে এই ব্যাপারে নিশ্চিত নই। ভারতে খেলে বোঝা সম্ভব নয় ওর টেকনিক্যাল সমস্যাগুলো মিটেছে কি না।’’ কাউন্টিতে খেলে সেই ভুলগুলোই শুধরে নিতে চান বিরাট কোহালি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন