‘আমি বিরাটকে বল করলে ওভারে ছ’টা ছক্কা মারত’

তাঁর ব্যাটিং তাণ্ডবে এখন খরহরি কম্প অবস্থা বিপক্ষ দলের বোলারদের। কোনও বোলারকেই রেয়াত করছেন না তিনি। সেই বিরাট কোহলিকে বোলাররা যে এখন কতটা ভয় পাচ্ছেন, তার আভাস পাওয়া গেল চামিন্ডা ভাসের কথায়। শ্রীলঙ্কার এই প্রবাদপ্রতিম ফাস্ট বোলারের বক্তব্য, বিরাটকে বল করলে শুধু বাউন্ডারি আর ওভার বাউন্ডারিই জুটবে কপালে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২০ মে ২০১৬ ১৮:১২
Share:

চলছে বিরাট রাজ।

তাঁর ব্যাটিং তাণ্ডবে এখন খরহরি কম্প অবস্থা বিপক্ষ দলের বোলারদের। কোনও বোলারকেই রেয়াত করছেন না তিনি। সেই বিরাট কোহলিকে বোলাররা যে এখন কতটা ভয় পাচ্ছেন, তার আভাস পাওয়া গেল চামিন্ডা ভাসের কথায়। শ্রীলঙ্কার এই প্রবাদপ্রতিম ফাস্ট বোলারের বক্তব্য, বিরাটকে বল করলে শুধু বাউন্ডারি আর ওভার বাউন্ডারিই জুটবে কপালে।

Advertisement

মুম্বই সিটি পুলিশের বিরুদ্ধে একটি ম্যাচে খেলতে দেখা যাবে বাঁহাতি এই পেসারকে। আন্তর্জাতিক ক্রিকেটে প্রায় ৮০০ উইকেট নেওয়া এই পেসারের মতে, “বিরাট অন্য জগতের ব্যাটসম্যান। ওকে বল করা সত্যিই খুব কঠিন। আমি যদি ওকে বল করি, হয় ও আমাকে চারটি ওভার বাউন্ডারি মারবে, অথবা ছ’টা। ও ভারতের এক বিশাল সম্পদ।”

তবে সচিনের সঙ্গে বিরাটের তুলনা টানতে তিনি একেবারেই নারাজ। তাঁর মতে, সচিন বিশাল মাপের ক্রিকেটার। বিরাট সবে খেলা শুরু করেছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement