Sourav Ganguly

‘টেস্ট ক্রিকেটে পাওয়া সব সাফল্যের নেপথ্যে দাদা’: সহবাগ

তবে, এঁদের সকলকে ছাপিয়ে যায় সৌরভকে নিয়ে করা সহবাগের টুইট।

Advertisement

নিজেস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ জুলাই ২০১৭ ২১:০৯
Share:

প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়।-ফাইল চিত্র।

ভারতীয় ক্রিকেটের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ নাম সৌরভ গঙ্গোপাধ্যায়। লর্ডস থেকে টনটন, অ্যাডিলেড থেকে ওভাল, যেখানেই তিনি গিয়েছেন সেখানেই তেরঙ্গা উড়িয়েছেন অবলীলায়। টিম ইন্ডিয়াকে ক্রিকেট বিশ্ব অন্য স্তরে নিয়ে যাওয়া সেই সৌরভই শনিবার পা দিলেন ৪৫-এ।

Advertisement

এ দিন সকাল থেকেই ‘মহারাজ’-র জন্মদিনে একের পর এক শুভেচ্ছাবার্তা আসতে থাকে টুইটারে। সচিন তেন্ডুলকর থেকে যুবরাজ সিংহ, সকলেই শুভেচ্ছা জানান প্রাক্তন ভারত অধিনায়ককে।

আরও পড়ুন: কুসংস্কারাচ্ছন্ন ছিলাম কেরিয়ারের প্রথম দিকে: কপিল

Advertisement

লিটল মাস্টার সচিন নিজের টুইটারে লেখেন, “শুভ জন্মদিন দাদা। তোমার সঙ্গে খেলার অনুভূতি সব সময়েই অন্য রকম।”

! ! ! (_) জাতীয় দলের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান রোহিত শর্মা লেখেন “তুমি হলে সেই মানুষ যে নিজের অধিনায়কত্ব দিয়ে ভারতীয় ক্রিকেটকে বদলে দিয়েছিলে। জন্মদিনের শুভেচ্ছা রইল দাদা”

জাতীয় দলের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান রোহিত শর্মা লেখেন “তুমি হলে সেই মানুষ যে নিজের অধিনায়কত্ব দিয়ে ভারতীয় ক্রিকেটকে বদলে দিয়েছিলে। জন্মদিনের শুভেচ্ছা রইল দাদা”

! ! ! (_)

তবে, এঁদের সকলকে ছাপিয়ে যায় সৌরভকে নিয়ে করা সহবাগের টুইট। আবেগতাড়িত বীরু লেখেন, “টেস্ট ক্রিকেটে আমি যা কিছু সাফল্য অর্জন করেছি, তার অন্যতম কারণ তোমার সমর্থন। শুভ জন্মদিন দাদা।”

আর এই টুইটের পরই তাঁর প্রিয় বীরুকে ধন্যবাদ জানিয়ে রিটুইট করেন ‘মহারাজ’।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন