Cricket

‘ধুইয়ে দাও’, সৌরভের জন্মদিনে বীরুর টুইট, বাংলায় শুভেচ্ছা সচিনের

রবিবার ৪৬-এ পড়লেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ‘দাদা’র জন্মদিন বলে কথা! একটা উপহার তো দিতেই হয়। তাই মাধ্যম হিসেবে বেছে নিলেন সেই টুইটারকেই।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৮ জুলাই ২০১৮ ১৬:০২
Share:

বীরেন্দ্র সহবাগ ও সৌরভ গঙ্গোপাধ্যায়। ফাইল চিত্র।

বাইশ গজের ময়দানে তিনি যেমন নির্দয় ছিলেন, তেমনি রসবোধেও কম যেতেন না ‘নজাফগড়ের বাদশা’ বীরেন্দ্র সহবাগ। বাইশ গজ ছেড়ে এলেও রসবোধের স্বভাবসিদ্ধ ভঙ্গিটা কিন্তু ধরেই রেখেছেন তিনি। আর টুইটারকেই তাঁর রসবোধের প্ল্যাটফর্ম হিসেবে বেছে নিয়েছেন বীরু। তাঁর সেই রসবোধ থেকে এ বার বাদ পড়ল না সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্মদিনও।

Advertisement

রবিবার ৪৬-এ পড়লেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ‘দাদা’র জন্মদিন বলে কথা! একটা উপহার তো দিতেই হয়। তাই মাধ্যম হিসেবে বেছে নিলেন সেই টুইটারকেই।

সেখানে চারটে ছবি শেয়ার করেছেন বীরু। সঙ্গে চারটে ক্যাপশন।‘দাদা’কে ব্যাখ্যা করার জন্য অবশ্য তাঁর কাছে চারটে শব্দই যথেষ্ট!

Advertisement

কী লিখেছেন বীরু? চারটে ধাপে পর পর তিনি বুঝিয়ে দিয়েছেন।

ধাপ ১- ওঠো, দু’বার চোখ পিটপিট করো এবং পিচের বাইরে গিয়ে নাচো

ধাপ ২— বোলারদের ধুয়ে দাও, পারলে ম্যাচ দেখা দর্শকদেরও!( হিংসাত্মক কার্যকলাপ কাম্য নয়)

ধাপ ৩— শুধু বল সুইং করিও না, নিজের চুলও সুইং করিও।

ধাপ ৪— এমন ভাবে সেলিব্রেট করো যেন মনে হয় কারও নজরই নেই সে দিকে।

#হ্যাপিবার্থডেদাদা

জন্মদিনে দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শুভেচ্ছায় যখন ভাসছেন দাদা, তখন বীরুর পাঠানো অভিনব টুইটে দাদা কি মুচকি হাসলেন!

‘দাদা’র জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরও। অভিনবত্ব ধরা পড়েছে তাঁর পাঠানো শুভেচ্ছাবার্তাতেও। সকলকে চমকে দিয়ে এবং ‘দাদা’র প্রতি ভালবাসা জানিয়ে তিনি বাংলায় টুইট করেন—দাদা, আপনার জন্মদিন সুখ আর ভালবাসায় ভরে উঠুক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement