Virat Kohli

অধ্যাপক, না কি কবির সিংহ, বিরাট কোহলীর নয়া বেশে মুগ্ধ নেটাগরিকরা

মাঠের মধ্যে বিরাটের খেলা যেমন অনেকেই দেখতে ভালবাসেন তেমনই মাঠের বাইরেও বিরাটকে অনুকরণ করেন অনেকেই।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৫ মে ২০২১ ১৫:৪৮
Share:

নয়া সাজে বিরাট কোহলী টুইটার

নয়া সাজে নেটমাধ্যম কাঁপিয়ে দিলেন বিরাট কোহলী। ভারত অধিনায়কের মুখ ভর্তি দাড়ি, বড় চুল, মোটা ফ্রেমের চশমা দেখে অনেকেই জনপ্রিয় ওয়েব সিরিজ মানি হাইস্ট-এর অধ্যাপকের মত লাগছে বলে মন্তব্য করেছেন। অনেকে আবার শাহিদ কপূর অভিনীত কবির সিংহ চরিত্রের সঙ্গেও বিরাটের মিল খুঁজে পেয়েছেন।

Advertisement

মাঠের মধ্যে বিরাটের খেলা যেমন অনেকেই দেখতে ভালবাসেন তেমনই মাঠের বাইরেও বিরাটকে অনুকরণ করেন অনেকেই। তবে এবার কি বিরাট নিজেই অনুকরণ করলেন ওয়েব সিরিজের অধ্যাপককে? সমস্ত কিছু নিয়েই কাঁটাছেড়া করছেন নেটাগরিকরা।

তবে এই পুরোটাই ফটোশপ করা। বিরাটের ছবি সম্পাদনা করে চুল ও দাড়ি বাড়ানো হয়েছে। ২ জুন টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে ইংল্যান্ডের উদ্দেশে রওনা হবে দল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফাইনাল খেলার পর ইংল্যান্ডের বিরুদ্ধেও টেস্ট সিরিজ খেলবেন কোহলীরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement