Sports News

সমস্যার সমাধান, দক্ষিণ আফ্রিকায় যাচ্ছেন রুবেল

জটিলতা অবসান হওয়ার পর সাংবাদিকদের এই ক্রিকেটার বলেন, ‘‘আমার যা সমস্যা ছিল, সব কিছুই সমাধান হয়ে গিয়েছে। ইতিমধ্যে টিকিটও পেয়ে গিয়েছি। রাত ১টা ১৫ মিনিটে আমার ফ্লাইট।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০১৭ ২২:৫৭
Share:

অবশেষে দক্ষিণ আফ্রিকার পথে বাংলাদেশের পেসার রুবেল হোসেন। বাংলাদেশের স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ১টা ১৫ মিনিটে বিমানে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন এই ক্রিকেটার। শনিবার টাইগার স্কোয়াডের অন্যেরা দেশ ছাড়লেও রুবেল যেতে পারেননি ভিসা সংক্রান্ত জটিলতায়। সব জটিলতা কাটিয়ে অতপর রুবেল যাচ্ছেন দক্ষিণ আফ্রিকায় দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে।

Advertisement

জটিলতা অবসান হওয়ার পর সাংবাদিকদের এই ক্রিকেটার বলেন, ‘‘আমার যা সমস্যা ছিল, সব কিছুই সমাধান হয়ে গিয়েছে। ইতিমধ্যে টিকিটও পেয়ে গিয়েছি। রাত ১টা ১৫ মিনিটে আমার ফ্লাইট।’’

গত শনিবার দুই ভাগে ভাগ হয়ে দেশ ছেড়েছিল বাংলাদেশ দল। রুবেল ছিলেন দ্বিতীয় দলে। দক্ষিণ আফ্রিকার ইমিগ্রেশন কর্তৃপক্ষের নতুন নিয়ম অনুযায়ী, তাদের পাঠানো তালিকায় বিমানযাত্রীর নাম থাকতে হবে। কিন্তু সেই তালিকায় নাম না থাকায় বোর্ডিং পাস পাননি রুবেল। সেই কারণেই দক্ষিণ আফ্রিকা যেতে দেরি হল এই পেসারের। গত কিছুদিন ধরে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা ও বিসিবির মধ্যে এই বিষয়ে আলোচনা চলছিল। অবশেষে বৃহস্পতিবার বিকেলে রুবেলের দক্ষিণ আফ্রিকা যাওয়া নিয়ে তৈরি হওয়া সংশয়ের মেঘ কেটে গিয়েছে।

Advertisement

আরও পড়ুন: কপিল, হরভজনের স্মৃতি ফেরালেন কুলদীপ

রুবেল বলেন, ‘‘এমন একটা পরিস্থিতিতে সবারই খারাপ লাগবে। তারপরও সবকিছু ঠিকভাবে হওয়াতে পুরনো বিষয়টা ভুলে যেতে চাই। শেষ পর্যন্ত যেতে পারছি, তাতেই আমি দারুণ খুশি।’

দক্ষিণ আফ্রিকায় পা রেখে আজ বৃহস্পতিবার তিন দিনের প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। রুবেল রাতে উড়ান দিলে শনিবার পৌঁছবেন। টেস্ট শুরুর আগে বেশ কয়েকটা সেশন অনুশীলন করার সুযোগও পাবেন। তারপরও প্রস্তুতি ম্যাচটা না খেলতে পারায় আক্ষেপও রয়েছে।

কঠিন সিরিজ। কন্ডিশন অনেকটাই আলাদা। পেসারদের দায়িত্বটা যেখানে একটু বেশি। সব মিলিয়ে কী ভাবছেন রুবেল? প্রশ্নের উত্তরটা রুবেল দিলেন, ‘ওখানে পেসারদের জন্য অনেক কিছুই করার রয়েছে। তারপরও লাইন মেনে বোলিং করা জরুরি। কন্ডিশনের সুবিধা যথাযথ ভাবে কাজে লাগানোর চেষ্টা করব।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement