কোহালি বিতর্ক থামুক: আনন্দ

আনন্দ মনে করিয়ে দিচ্ছেন যে, এ ব্যাপারে কোহালি চরিত্রটিও বোঝার দরকার আছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৩ নভেম্বর ২০১৮ ০৫:০১
Share:

কোহালির হয়ে মুখ খুললেন বিশ্বনাথন আনন্দ। —ফাইল চিত্র।

কয়েক দিন আগে ভক্তদের পাঠানো ‘হেট মেল’ এ বিরাট কোহালিকে বিদ্রুপ করার পরে ক্ষুব্ধ ভারত অধিনায়কের মন্তব্যে বিতর্ক ছড়িয়েছিল। এ বার তা নিয়ে কলকাতায় বসে মুখ খুললেন বিশ্বনাথন আনন্দ। সোমবার সংবাদসংস্থা পিটিআই-কে তিনি বলেন, ‘‘আমার মনে হয়, আবেগতাড়িত হয়ে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন কোহালি। সেই মুহূর্তে ওঁর যা মনে হয়েছে সেটা বলে দিয়েছেন।’’

Advertisement

আনন্দ মনে করিয়ে দিচ্ছেন যে, এ ব্যাপারে কোহালি চরিত্রটিও বোঝার দরকার আছে। বলছেন, ‘‘কোহালি তো এ রকম সোজাসাপ্টা কথা বলতেই পছন্দ করেন। খেলাধুলোর দুনিয়ার অনেক রকম চরিত্রই দেখা যায়। কোহালিকে এ ভাবেই বেশি মানায়। আমিও নিজের মতোই থাকতে ভালবাসি। যে ভাবে থাকতে কেউ স্বচ্ছন্দ বোধ করেন, তাঁর তো সে ভাবেই থাকা উচিত।’’

গত সপ্তাহে কোহালির মোবাইল অ্যাপে একটি ভিডিয়োতে দেখা যায় সোশ্যাল মিডিয়ায় ভক্তদের পাঠানো বিদ্রুপাত্মক বার্তার উত্তর দিচ্ছেন তিনি। জনৈক ব্যক্তির বার্তা ছিল, ‘‘কোহালিকে নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি করা হয়, ওর মধ্যে আমি কোনও বিশেষত্ব দেখিনি। আমার বরং এই ভারতীয়দের চেয়ে ইংল্যান্ড, অস্ট্রেলীয় ব্যাটসম্যানদের খেলা দেখতে ভাল লাগে।’’ ভিডিয়ো বার্তায় যা পড়ে শুনিয়ে কোহালির জবাব ছিল, ‘‘তা হলে আমার মনে হয়, আপনার ভারতে থাকা উচিত নয়। আপনি তো অন্য কোথাও গিয়ে থাকতে পারেন, তাই না?’’

Advertisement

আরও পড়ুন
বিতর্কিত মন্তব্যে বিরাটের পাশে দাঁড়িয়ে সমালোচকদের তোপ রবি শাস্ত্রীর

এই মন্তব্য নিয়ে প্রবল বিতর্ক শুরু হয় দেশ জুড়ে। যা নিয়ে আনন্দের বিশ্লেষণ, ‘‘হয়তো তখন ভাল মেজাজে ছিলেন না কোহালি। তাই নিয়ন্ত্রণ হারান। মানুষ তো আবেগতাড়িত হয়ে পড়বেই, কখনও কখনও নিয়ন্ত্রণ হারিয়েও ফেলতে পারে। আমি আবেগটা চেপে রাখতে পারি, তবু আমারও এ রকম মাঝেমধ্যে হয়।’’ আনন্দের মনে হচ্ছে, কোহালি-বিতর্ক নিয়ে যথেষ্ট জলঘোলা হয়েছে এবং এ বার সেটা বন্ধ হওয়া দরকার। ‘‘কোহালিকে নিয়ে ইতিমধ্যেই যথেষ্ট সমালোচনা হয়েছে। যাঁদের ওঁর মন্তব্য পছন্দ হয়নি তাঁরা সমালোচনা করেছেন। আর জলঘোলা করার প্রয়োজন নেই।’’

আরও পড়ুন
বিজ্ঞাপন ও খেলার মধ্যে ভারসাম্য চান কোহালি

আনন্দের আগে ক্রিকেট মহল থেকে বীরেন্দ্র সহবাগ, মহম্মদ কাইফ পাশে দাঁড়িয়েছেন কোহালির। এর মধ্যেই ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন বলে দিয়েছেন, তাঁর মনে কোনও সন্দেহ নেই যে, আসন্ন অস্ট্রেলিয়া সফরেও কোহালিকে শাসক হিসেবে দেখা যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement