আগ্রাসনের সঙ্গে ব্যাটটাও মানানসই করে বিরাট, বলছেন ভিভ

তিনি বরাবরই বিরাট কোহলির ব্যাটিংয়ের ভক্ত। আর স্যর ভিভিয়ান রিচার্ডসের মতে, ভারতীয় টেস্ট অধিনায়কের বাইশ গজের আগ্রাসন নিয়ে অত্যধিক সমালোচনার কোনও জায়গা নেই। কারণ আগ্রাসী মনোভাব শুধু নয়, তার মানানসই গুণও আছে বিরাটের।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৬ জুলাই ২০১৫ ০২:৩০
Share:

তিনি বরাবরই বিরাট কোহলির ব্যাটিংয়ের ভক্ত। আর স্যর ভিভিয়ান রিচার্ডসের মতে, ভারতীয় টেস্ট অধিনায়কের বাইশ গজের আগ্রাসন নিয়ে অত্যধিক সমালোচনার কোনও জায়গা নেই। কারণ আগ্রাসী মনোভাব শুধু নয়, তার মানানসই গুণও আছে বিরাটের।

Advertisement

‘‘বিরাটের মনোভাবে আমার তো ভুল কিছু চোখে পড়েনি। মহেন্দ্র সিংহ ধোনির চেয়ে ও একদম আলাদা। আমি মনে করি, কেউ যদি আগ্রাসন আর প্যাশন দেখায়, তা হলে তার খেলাটাও যেন সে রকম হয়। বিরাটের সেটা আছে। ওকে কেউ কিছু বললে বা করলে সেটা সুদে-আসলে ফিরিয়ে দেওয়ার ক্ষমতা ওর আছে। যারা ভাল লড়াই থেকে পিছিয়ে যায় না তাদের আমার ভাল লাগে। বিরাট সে রকমই একজন। ওর মধ্যে দারুণ চনমনে একটা ব্যাপার আছে। ওর নেতৃত্বে ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ উজ্জ্বল,’’ এক সাক্ষাৎকারে বলেছেন ভিভ।

বিরাটের সাম্প্রতিক রান-খরা বা ইংল্যান্ডে মুভিং ডেলিভারির বিরুদ্ধে নড়বড়ে ভাব— কোনওটাই বিরাটের ব্যাটিংয়ে টেকনিকের অভাব নয় বলে মনে করেন ভিভ। তাঁর ব্যাখ্যা, ‘‘ওর বয়স এখনও খুব কম, মাত্র ছাব্বিশ। বিরাটের থেকে এখনও অনেক কিছু পাওয়া বাকি। ওকে যেটুকু দেখেছি তাতে মনে হয়েছে ও আরও উন্নতি করতে চায়। আন্তর্জাতিক ক্রিকেট খেললে মাঝে মধ্যে এ রকম সমস্যা হবেই। দরকার দুটো জিনিস: পজিটিভ মনোভাব আর লেগে পড়ে থাকা।’’

Advertisement

১২১ টেস্ট এবং ১৮৭ ওয়ান ডে খেলা ক্যারিবিয়ান কিংবদন্তি এটাও জানিয়ে দিয়েছেন যে, দরকারে তিনি বিরাট-সহ তরুণ ভারতীয়দের ব্যাটিং মেন্টর হতে তৈরি। ‘‘ভারতীয় বোর্ড যদি চায়, তা হলে আমি আনন্দের সঙ্গেই তরুণ ভারতীয় ব্যাটসম্যানদের সাহায্য করব। আমার কাছে প্রচুর তথ্য আর জ্ঞান আছে, যা দিয়ে আমি ওদের সাহায্য করতে পারি,’’ বলছেন ভিভ।

ক্রিকেটের নতুন নিয়ম: মীরপুরে রবিবার বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি ম্যাচ হল আইসিসি-র নতুন নিয়ম মেনে। নতুন নিয়মে ১-১০ ওভারের মধ্যে কোনও ক্যাচার রাখা বাধ্যতামূলক নয়। সব নো বলেই ফ্রি হিট দেওয়া হবে। উঠে যাচ্ছে ব্যাটিং পাওয়ার প্লেও। এই সব নিয়ম মেনেই এ দিন বাংলাদেশকে ৫২ রানে হারাল দক্ষিণ আফ্রিকা। টসে জিতে প্রথমে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা করেছিল ১৪৮ রান। জবাবে ব্যাট করতে নেমে ৯৬ রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন