Dinesh Karthik

বাংলার ভক্তদের পাশে চাই, ভিডিয়ো বার্তায় কার্তিক

কেকেআর বুধবার একটি ভিডিয়ো প্রকাশ করে। যেখানে বাংলার সমর্থন চেয়ে আবেদন করেন নাইট অধিনায়ক কার্তিক।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২০ অগস্ট ২০২০ ০৬:০৯
Share:

দীনেশ কার্তিক। —ফাইল চিত্র।

সংযুক্ত আরব আমিরশাহি উড়ে যাওয়ার আগে মুম্বইয়ে পৌঁছলেন দীনেশ কার্তিক, নীতীশ রানারা। মঙ্গলবার রাতেই পৌঁছে গিয়েছেন নাইট অধিনায়ক। বুধবার মুম্বইয়ে পা রাখলেন, রিঙ্কু সিংহ, নীতীশ রানা, শুভমন গিল, শিবম মাভিরা। দলীয় সূত্রে জানা গিয়েছে মুম্বইয়ে উড়ে আসার পরেই করোনা পরীক্ষা করাতে হয়েছে শুভমন, রানাদের। বৃহস্পতিবারের মধ্যে রিপোর্ট হাতে পেয়ে যাবেন প্রত্যেকে। রিপোর্ট ‘নেগেটিভ’ এলে আজ গভীর রাত অথবা শুক্রবার সকালের মধ্যে দল নিয়ে উড়ে যাওয়া হবে মরুদেশে।

Advertisement

প্যাট কামিন্স, অইন মর্গ্যান, সুনীল নারাইন, আন্দ্রে রাসেলরা যদিও এখন মরুশহরে রওনা দেবেন না। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ রয়েছে মর্গ্যানদের। যা শেষ হবে ১৬ সেপ্টেম্বর। অন্য দিকে রাসেল, নারাইন, ক্রিস গ্রিনরা ব্যস্ত ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ নিয়ে। প্রথম ম্যাচ থেকে নারাইনদের পাওয়া গেলেও মর্গ্যানদের পাওয়া যাবে কি না তা নিয়ে উদ্বেগ রয়েইছে। নাইট কোচ ব্রেন্ডন ম্যাকালাম যদিও জানিয়ে দিলেন, দলে মর্গ্যানের মতো সদস্য থাকা মানেই বাড়তি সুবিধা।

একই দিনে কেকেআর একটি ভিডিয়ো প্রকাশ করে। যেখানে বাংলার সমর্থন চেয়ে আবেদন করেন নাইট অধিনায়ক কার্তিক। বলেছেন, ‘‘খুবই সঙ্কটজনক পরিস্থিতির মধ্যে খেলতে যাচ্ছি। ইডেনের সমর্থনের অভাব অনুভব করব। বাইরে আইপিএল হলেও, বাংলা ও কলকাতার সমর্থন সব সময় চাই। আপনারা আমাদের পাশে থাকুন। আপনারা আমাদের সমর্থন করুন। আমরা আপনাদের জন্য খেলব। করব, লড়ব জিতব।’’ কুলদীপ যাদব বললেন, ‘‘শেষ কয়েক মাস কেউ ঠিক মতো খেলার সুযোগ পায়নি। আমরাও না। কিন্তু এই আইপিএলে আমরা নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করব।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন