ওয়াকারের রিপোর্টে দায়ী আফ্রিদি

পাকিস্তান কোচ ওয়াকার ইউনিসের রিপোর্টে দায়ী হলেন আফ্রিদি। তিনি সরাসরি আঙুল তুললেন অধিনায়কের দিকে। কী কী অভিযোগ করলেন ওয়াকার ইউনিস,

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩০ মার্চ ২০১৬ ২২:৪২
Share:

পাকিস্তান কোচ ওয়াকার ইউনিসের রিপোর্টে দায়ী হলেন আফ্রিদি। তিনি সরাসরি আঙুল তুললেন অধিনায়কের দিকে। কী কী অভিযোগ করলেন ওয়াকার ইউনিস,

Advertisement

প্রথম অভিযোগ, পুরো টুর্নামেন্টে খেলা নিয়ে একদমই সিরিয়াস ছিলেন না আফ্রিদি। এশিয়া কাপ ও টি২০ বিশ্বকাপ দুই নিয়েই একই অভিযোগ ওয়াকারের। নিয়মিত অনুশীলন ও টিম মিটিংয়ে অংশ নিতেন না তিনি।

দ্বিতীয় অভিযোগ, মহম্মদ হাফিজ হাঁটুর চোট লুকিয়ে দলে এসেছিলেন। যে কারণে শেষ দুই ম্যাচে খেলতে পারেননি তিনি।

Advertisement

তৃতীয় অভিযোগ, দলের অভ্যন্তরিন রিপোর্ট সংবাদ মাধ্যমের কাছে পৌঁছে যাওয়া।

চতুর্থ অভিযোগ, উমর আকমল, আহমেদ শেহজাদের মতো প্লেয়াররা দলের মধ্যে শৃঙ্খলা ভঙ্গ করেছেন। সঙ্গে তাঁদের ব্যবহার নিয়েও প্রশ্ন তুলেছেন কোচ।

পঞ্চম অভিযোগ, ওয়াকার দাবী করেছেন তিনি নির্বাচক কমিটিকে বলেছিলেন সলমন বাটকে দলে নিতে। কিন্তু চিফ নির্বাচক হারুণ রশিদ তাঁর সঙ্গে কোনও আলোচনা না করেই খুররাম মঞ্জুরকে দলে নেয়।

ষষ্ঠ অভিযোগ, এবার তিনি আঙুল তুলেছেন প্রাক্তন নির্বাচক ও তাঁর সতীর্থ মইন খানের দিকেও। অতীতে তাঁর সময়ে স্বজনপোষণের প্রভাব এখনও রয়েছে দলের মধ্যে। যা টিম স্পিরিট নষ্ট করেছে।

আরও খবর

১৯হাজারে সেমিফাইনালের টিকিট!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement