বেঙ্গালুরুতে বাগ্‌যুদ্ধ, স্মিথ কটাক্ষে বিরাট জবাব

মাঠের যুদ্ধ শুরু হওয়ার আগেই দেখা গেল বাগ্‌যুদ্ধ। আর সেই কথার যুদ্ধে জড়িয়ে গেলেন দু’দলের দুই অধিনায়ক স্টিভ স্মিথ ও বিরাট কোহালি। যাঁরা ব্যাট হাতেও যুযুধান দু’দলের সেরা অস্ত্র।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৪ মার্চ ২০১৭ ০৪:০০
Share:

সিরিজে ০-১ পিছিয়ে। তাঁর আইপিএল হোম বেঙ্গালুরুতে ফিরে আসার লড়াই কোহালির। ভারতে এসে ভারতকে চাপে ফেলে দিয়েছেন। স্টিভ স্মিথের চোখ সিরিজ জয়ের দিকে। ছবি: পিটিআই।

মাঠের যুদ্ধ শুরু হওয়ার আগেই দেখা গেল বাগ্‌যুদ্ধ। আর সেই কথার যুদ্ধে জড়িয়ে গেলেন দু’দলের দুই অধিনায়ক স্টিভ স্মিথ ও বিরাট কোহালি। যাঁরা ব্যাট হাতেও যুযুধান দু’দলের সেরা অস্ত্র।

Advertisement

মাইক হাতে যুদ্ধটা শুরু করলেন স্মিথ। অস্ট্রেলীয় অধিনায়ক শুক্রবার বেঙ্গালুরুতে সাংবাদিক সম্মেলনে এসে আচমকাই ঘোষণা করে দিলেন, ‘‘আমরা সিরিজ জয় থেকে হয়তো আর গোটা দু’য়েক সেশন দূরে রয়েছি।’’ এখানেই না থেমে তিনি বলে চলেন, ‘‘এখানে সিরিজ শুরু হওয়ার আগে পর্যন্ত তো একটাই স্কোরলাইন শুনতে পাচ্ছিলাম। ওরা ৪-০ জিতবে। তা এখন তো দেখছি উল্টে ওরাই চাপে রয়েছে। ওদেরই সিরিজে ফিরে আসার লড়াই।’’ স্মিথের আগ্রাসন এতেও থামেনি। এর পর তিনি বলে দেন, ‘‘এখানে খুব তাড়াতাড়ি ম্যাচের পরিস্থিতি পাল্টে যায়। তাই আমরা হয়তো সিরিজ জয় থেকে আর একটি ম্যাচ দূরে আছি।’’

“চাপে থাকবে কে? আমি? দল হিসেবে? এ সব মনস্তাত্ত্বিক যুদ্ধের কথা আমি জানি। ওরা এটা ভাল পারে। শেষ টেস্টে গিয়ে দেখা যাবে সিরিজের ফল কী হল!” —বিরাট কোহালি

Advertisement

স্মিথ চলে যাওয়ার পর সাংবাদিক সম্মেলন করতে আসেন বিরাট কোহালি। ভারত অধিনায়ককে বলা হয় যে, স্মিথ বলে গিয়েছেন আপনাদের ওপরেই চাপ থাকবে। কোহালি শুনে প্রথমে জিজ্ঞেস করেন, ‘‘কে চাপে থাকবে? আমি?’’ যখন বলা হয়, স্মিথ ভারতীয় দলের কথা বলেছেন, শুনে কোহালির জবাব, ‘‘আমাদের দেখে কী মনে হচ্ছে চাপে আছি? আমি তো বেশ ফুরফুরে মেজাজেই আছি।’’ তার পর স্মিথের কটাক্ষের জবাব দিতে গিয়ে বললেন, ‘‘এটা ওর বক্তব্য। ও যা বলতে চায় বলতে পারে। অস্ট্রেলিয়া এই মনস্তাত্ত্বিক যুদ্ধের ব্যাপারটা সাংবাদিক সম্মেলনে এসে খুব ভাল করে। কিন্তু আমরা গত দু’বছর ধরে যে ধরনের ক্রিকেট খেলে গিয়েছি, সেটাই চালিয়ে যাব। চতুর্থ টেস্টের পরে গিয়ে আমরা দেখব, সিরিজের কী অবস্থা।’’

আরও পড়ুন: চায়নাম্যান কুলদীপকে খেলানো হয় কি না কৌতূহল

বাইশ গজে একটাও বল পড়ার আগেই বেঙ্গালুরু জমজমাট!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন