মোরিনহো আর কন্তের বাগ্‌যুদ্ধ চরমে

দিন কয়েক আগে নাম না করে সাইড লাইনের ধারে থাকা কন্তের উদ্দেশে মোরিনহো বলেছিলেন, ‘‘জোকার।’’ শুক্রবার যা নিয়ে প্রশ্ন করা হয় কন্তেকে। এবং চেলসি ম্যানেজারও ঘুরিয়ে বলে দেন, মোরিনহোর মতিভ্রম হয়েছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০১৮ ০৪:১৪
Share:

ছবি: সংগৃহীত।

ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসি বনাম ম্যাঞ্চেস্টার ইউনাইটেড রেষারেষি এ বার ছড়িয়ে পড়ল মাঠের বাইরে। আর এ বার যুযুধান দুই প্রতিদ্বন্দ্বীর নাম আন্তোনিও কন্তে এবং জোসে মোরিনহো।

Advertisement

কন্তেকে প্রশ্ন করা হয়, মোরিনহো বলেছেন, আপনি নাকি জোকারের মতো কাজ করেছেন ম্যাচে? যা শোনার পরে কন্তের জবাব, ‘‘আমার মনে হয়, মোরিনহো কথাটা নিজের সম্পর্কেই বলেছেন। মোরিনহো বোধহয় ভুলে গিয়েছেন, অতীতে উনি কী কী কাণ্ড করতেন। মাঝে মাঝে মানুষে ভুলে যায় তারা অতীতে কী কাজ করে এসেছে, কী রকম ব্যবহার করে এসেছে।’’ একটু থেমে কন্তে যোগ করেন, ‘‘আরে কী যেন বলে কথাটাকে...ডেমেনজা সেনাইল...অতীতে কে কী করেছে, সেটা ভুলে যাওয়া। সেটাই হয়েছে মোরিনহোর।’’

দু’বছর আগে মোরিনহোকে চেলসির দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছিল ক্লাব। এর পর দায়িত্ব পেয়ে চেলসিকে প্রথম বারেই চ্যাম্পিয়ন করেন কন্তে। এ বছর অবশ্য দু’টো দলই ইপিএলে ম্যাঞ্চেস্টার সিটির অনেক পিছনে রয়েছে। কিন্তু মোরিনহো-কন্তে বাগ্‌যুগ্ধ অন্য মাত্রা নিয়েছে। কন্তে যেমন বলে দিয়েছেন, ‘‘এক জন এখান থেকে চলে গিয়েছেন। কিন্তু তার পরেও তাঁর নজর রয়েছে এই ক্লাবের উপরে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কার কথা বলছি।’’

Advertisement

বুঝতে সমস্যা হয়নি কারও। কন্তে এর পরে অবশ্য বলেন, ‘‘আমি জানি না কেন এ রকম পরিস্থিতি তৈরি হচ্ছে। আমি অন্য কোনও ম্যানেজার বা ক্লাব সম্পর্কে কিছু বলতে চাই না।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement