জোসের কটাক্ষের জবাব গুয়ার্দিওলার

ইংলিশ প্রিমিয়ার লিগে ব্রাইটনের বিরুদ্ধে ম্যাচের আগে ম্যাঞ্চেস্টার সিটি-র বিরুদ্ধে তোপ দেগেছিলেন ‘দ্য স্পেশ্যাল ওয়ান’।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২১ অগস্ট ২০১৮ ০৫:০৩
Share:

ক্ষুব্ধ: মোরিনহোর সমালোচনায় ক্ষিপ্ত গুয়ার্দিওলা। ফাইল চিত্র

জোসে মোরিনহো বনাম পেপ গুয়ার্দিওলা বাগ্‌যুদ্ধে উত্তপ্ত ফুটবলবিশ্ব।

Advertisement

ইংলিশ প্রিমিয়ার লিগে ব্রাইটনের বিরুদ্ধে ম্যাচের আগে ম্যাঞ্চেস্টার সিটি-র বিরুদ্ধে তোপ দেগেছিলেন ‘দ্য স্পেশ্যাল ওয়ান’। গত মরসুমে ম্যান সিটির ইপিএল জয় নিয়ে তথ্যচিত্র প্রসঙ্গে মোরিনহো বলেছিলেন, ‘‘অর্থের বিনিময়ে বিশ্বের সেরা ফুটবলারদের হয়তো কিনতে পারে ম্যান সিটি। কিন্তু আভিজাত্য কখনও কেনা সম্ভব নয়।’’ শুধু তা-ই নয়। তিনি অভিযোগ করেছিলেন, তথ্যচিত্রে ম্যান ইউনাইটেডকে অসম্মান করা হয়েছে। রবিবার রাতে হাডার্সফিল্ড টাউনকে ৬-১ উড়িয়ে দিয়ে মোরিনহোর কটাক্ষের জবাব দিলেন গুয়ার্দিওলা। তিনি বলেছেন, ‘‘গত মরসুমে দুর্দান্ত খেলেছিলাম আমরা। তথ্যচিত্রে সেটাই তুলে ধরা হয়েছে। তবে আমি জোসের ধারণার সঙ্গে একমত নই। তথ্যচিত্রে কাউকে অসম্মান করা হয়নি। আমাদের সে রকম মানসিকতাই নয়।’’ এখানেই শেষ নয়। ক্ষুব্ধ গুয়ার্দিওলা যোগ করেছেন, ‘‘আমাদের লক্ষ্য ট্রফি। তাই শক্তিশালী দল গড়া অত্যন্ত জরুরি।’’

মোরিনহো বনাম গুয়ার্দিওলা দ্বৈরথের আবহেই ফের ম্যান ইউনাইটেড অন্দরমহলে অস্বস্তি বাড়ালেন পল পোগবা! রবিবার ব্রাইটনের বিরুদ্ধে ২-৩ হেরেছে ম্যান ইউনাইটেড। হারের জন্য অসংখ্য গোলের সুযোগ নষ্ট করাকেই দায়ী করেছেন মোরিনহো। ম্যাচের পরে তিনি বলেছিলেন, ‘‘নিজেদের ভুলেরই শাস্তি পেয়েছি। আমরা যে ভাবে গোল নষ্ট করেছি, তা অবিশ্বাস্য।’’ পোগবা কিন্তু ম্যানেজারের সঙ্গে একমত নন। তিনি বলেছেন, ‘‘ম্যাচটা জেতার মানসিকতাই ছিল না আমাদের। মাঠে আমাদের আরও আগ্রাসী হওয়ার প্রয়োজন ছিল। আমি নিজেও প্রত্যাশাপূরণে ব্যর্থ।’’ এই হার থেকে দ্রুত শিক্ষা নেওয়া অত্যন্ত জরুরি।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন