Rahul Dravid

Team India: রাহুল দ্রাবিড়কে ভারতীয় দলের প্রশিক্ষক হিসেবে দেখতে রাজি নন এই প্রাক্তন ক্রিকেটার

জাফর মনে করেন দ্রাবিড়ের শিক্ষা তরুণদের জন্য প্রচণ্ড জরুরি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৯ জুলাই ২০২১ ১৮:০৪
Share:

রাহুল দ্রাবিড়। —ফাইল চিত্র

শ্রীলঙ্কার বিরুদ্ধে রাহুল দ্রাবিড়কে প্রশিক্ষক হিসেবে দেখার জন্য মুখিয়ে রয়েছেন ভারতীয় সমর্থকরা। তবে উল্টো সুর ওয়াসিম জাফরের গলায়। দ্রাবিড়কে পাকাপাকি ভাবে ভারতীয় দলের প্রশিক্ষক হিসেবে দেখতে রাজি নন তিনি। জানিয়েছেন কারণও।

Advertisement

জাফর বলেন, “শ্রীলঙ্কায় দ্রাবিড় প্রশিক্ষক হিসেবে গিয়েছে। আমি জানি তরুণরা খুব উপকৃত হবে। তবে আমি চাই না ও ভারতীয় দলের প্রশিক্ষক হিসেবে কাজ করুক। আমার মনে হয় অনূর্ধ্ব-১৯ এবং ভারত এ দলকে প্রশিক্ষণ দিয়ে আরও ভাল ভাল ক্রিকেটার তৈরি করুক ও। আন্তর্জাতিক মঞ্চে ভারতের হয়ে যারা খেলছে, তারা তৈরি হয়েই এসেছে।”

ভারতীয় প্রশিক্ষক রবি শাস্ত্রী ইংল্যান্ডে রয়েছেন টেস্ট দলের সঙ্গে। ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজ খেলবে ভারত। তাই শ্রীলঙ্কায় তরুণ দল পাঠিয়েছে ভারতীয় বোর্ড। সেই দলের প্রশিক্ষক করা হয়েছে দ্রাবিড়কে। অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়েছে শিখর ধওয়নকে।

Advertisement

ওয়াসিম জাফর।

জাফর মনে করেন দ্রাবিড়ের শিক্ষা তরুণদের জন্য প্রচণ্ড জরুরি। ভারতের প্রাক্তন ওপেনার বলেন, “তরুণ দলের জন্য দ্রাবিড় পথপ্রদর্শক। আন্তর্জাতিক মঞ্চে যাওয়ার আগে যেটা খুব প্রয়োজন। তাই আমার মনে হয়ে দ্রাবিড়কে জাতীয় অ্যাকাডেমিতে ভবিষ্যতেও রাখা প্রয়োজন। এর ফলে ভারতের আগামী প্রজন্ম অনেক শক্তিশালী হয়ে উঠবে।”

নিজের ইউটিউব চ্যানেলে এমনটাই বলেন জাফর। তাঁর মতে তরুণদের জন্য দ্রাবিড় একজন আদর্শ। তাঁর থেকে ভাল প্রশিক্ষক হতেই পারে না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন