Zaheer Abbas

রোহিতকে খেলতে দেখা আশীর্বাদ, বলছেন জ়াহির

ইংল্যান্ডে গত বিশ্বকাপে পাঁচটি শতরান করেছিলেন রোহিত।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০২০ ০৪:৪৪
Share:

রোহিতের ব্যাটিং-এর প্রশংসা করলেন জ়াহির আব্বাস। —ছবি পিটিআই।

রোহিত শর্মাকে ব্যাট করতে দেখা আশীর্বাদ। বলছেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক জ়াহির আব্বাস। তাঁর কথায়, ‘‘রোহিত যখন ব্যাট করে, তখন বাড়িতে টিভি সেটের সামনে থেকে উঠে যাই না। মন দিয়ে রোহিতের খেলা দেখি। কারণ ওর খেলা দেখে আমি দারুণ আনন্দ পাই। রোহিতকে খেলতে দেখা একটা আশীর্বাদ।’’

Advertisement

রোহিতের আরও প্রশংসা করে পাকিস্তানের এই কিংবদন্তি ব্যাটসম্যান বলেছেন, ‘‘শট বাছাইয়ের ব্যাপারে রোহিতের তুলনা হয় না। যে কোনও বলই দুর্দান্ত দক্ষতার সঙ্গে ব্যাটে লাগিয়ে মাঠ পার করানোর ক্ষমতা রয়েছে ওর।’’ ইংল্যান্ডে গত বিশ্বকাপে পাঁচটি শতরান করেছিলেন রোহিত। এ দিন সেই প্রসঙ্গ তুলে প্রাক্তন পাকিস্তান তারকা বলেন, ‘‘রোহিতের এই দক্ষতাকে আমি সম্মান করি। বাড়িতে বসে যখন রোহিতের খেলা দেখি তখন বন্ধুবান্ধবদের অনেকে জানতে চায়, বিরাট নিয়ে আমার মতামত। আমি তাদের বলে দিই, বিরাট হল এই ভারতীয় দলটার মেরুদণ্ড। রোহিতের দক্ষতার চেয়ে কোনও অংশে কম নয়। কিন্তু রোহিত বিশেষ মানের ক্রিকেটার।’’ যোগ করেন, ‘‘তবে কোহালিও দুর্দান্ত। যখন রোহিত ও বিরাট একসঙ্গে ক্রিজে থাকে, তখন দেখতে দারুণ লাগে।’’

ভারতীয় ক্রিকেট বোর্ডেরও প্রশংসা করেছেন জ়াহির। তাঁর কথায়, ‘‘ক্রিকেটারদের আর্থিক ভাবে নিরাপত্তা দিতে পেরেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সে কারণেই ওরা মন দিয়ে পেশাদারের মতো ক্রিকেটটা উপভোগ করতে পারছে।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন