Sports News

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ওয়েন রুনির

৩১ বছরের ব্রিটিশ স্ট্রাইকার ১১৯টি ম্যাচে গোল করেছেন ৫৩টি। মঙ্গলবার ফোনেই অবসরের কথা সাউথগেটকে জানিয়ে দিয়েছিলেন রুনি। সাউথগেটই ফোন করেছিলেন রুনিকে। এভার্টনে তাঁর নতুন মরসুমের জন্য শুভেচ্ছা জানাতে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৩ অগস্ট ২০১৭ ১৯:৩৮
Share:

ওয়েন রুনি। —ফাইল চিত্র।

ভেবেছিলেন ২০১৮ বিশ্বকাপ খেলেই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেবেন। কিন্তু তেমনটা হল না। বরং অনেক আগেই জাতীয় দলের জার্সি তুলে রাখলেন ওয়েন রুনি। বুধবার আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ইংল্যান্ড স্ট্রাইকার। ঠিক তখনই অবসর ঘোষণা করলেন যখন তাঁকে দলে ফেরানোর কথা ভাবছিলেন ইংল্যান্ড ম্যানেজার গ্যারেথ সাউথ গেট।

Advertisement

আরও পড়ুন

ডি মারিয়া বার্সায়, টুইট করল হ্যাকার গ্রুপ

Advertisement

গোলের ডাবল সেঞ্চুরি রুনির

৩১ বছরের ব্রিটিশ স্ট্রাইকার ১১৯টি ম্যাচে গোল করেছেন ৫৩টি। মঙ্গলবার ফোনেই অবসরের কথা সাউথগেটকে জানিয়ে দিয়েছিলেন রুনি। সাউথগেটই ফোন করেছিলেন রুনিকে। এভার্টনে তাঁর নতুন মরসুমের জন্য শুভেচ্ছা জানাতে। গত মরসুমে হোসে মোরিনহোর ম্যানচেস্টার ইউনাইটেডে খুব ভাল অবস্থায় ছিলেন না তিনি। অধিনায়কত্বও কেড়ে নেওয়া হয়েছিল। কিছুটা কোনঠাসাই হয়ে পড়েছিলেন। যে কারণে এই মরসুমে দল বদলের সিদ্ধান্ত। আর শুরুটা ভালই হয়েছে তাঁর। প্রিমিয়র লিগের দুটো ম্যাচেই গোল এসেছে তাঁর পা থেকে। সেই ক্লাবের হয়ে যার হাত ধরেই বিশ্ব ফুটবলে পরিচিত হয়ে ওঠা। রুনি বলেন, ‘‘গ্যারেথের ফোন পেয়ে খুব ভাল লাগল। ও আমাকে ইংল্যান্ড দলে ফিরতে বলেছিল। অনেকদিন ধরেই ভাবছিলাম। শেষ পর্যন্ত গ্যারেথকে জানিয়ে দিই আমি অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি।’’

রুনির টুইট

রুনির জন্য এই সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না। কিন্তু একটা সময় সবাইকেই থামতে হয়। রুনি বলেন, ‘‘কঠিন সিদ্ধান্ত ছিল। আমি আমার পরিবার, এভার্টন ম্যানেজার (রোনাল্ড কোয়েম্যান) আর কাছের মানুষদের সঙ্গে কথা বলেছি। ইংল্যান্ডের জার্সিতে খেলাটা আমার জন্য সব সময়ই স্পেশাল। কিন্তু একটা সময় থামতেই হয়। এটাই আমার জন্য সেরা সময়।’’ ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়াটাও যে তাঁর পক্ষে সহজ ছিল না তাও জানিয়েছেন তিনি।

(এই লেখায় ফুটবলের জায়গায় ভুলবশত ক্রিকেট লেখা হয়েছিল। অনিচ্ছ্বাকৃত এই ভুলের জন্য আমরা দুঃখিত।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement