এভার্টনে ফিরেই গোল রুনির

প্রাক্ মরসুমে তানজানিয়া সফরে গিয়েছে এভার্টন। গত রবিবার সই করে দলের সঙ্গে প্রাক্ মরসুমে গিয়েছেন রুনিও। বৃহস্পতিবার কেনিয়ার ক্লাব গোর মাহিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচ ছিল এভার্টনের।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৪ জুলাই ২০১৭ ০৪:১৫
Share:

উপহার: তানজানিয়াতে মাসাই উপজাতির তরফে স্বাগত জানানো হল ওয়েন রুনিকে। বৃহস্পতিবার। ছবি: টুইটার

প্রিয় ক্লাবে ফিরে অভিষেকেই করলেন স্বপ্নের গোল। ম্যাচের মাঝপথে আবার এক ভক্ত এসে তাঁকে জড়িয়ে ধরেন। এভার্টন জার্সিতে ওয়েন রুনির পঁয়তাল্লিশ মিনিট ঠিক এ রকমই কাটল।

Advertisement

প্রাক্ মরসুমে তানজানিয়া সফরে গিয়েছে এভার্টন। গত রবিবার সই করে দলের সঙ্গে প্রাক্ মরসুমে গিয়েছেন রুনিও। বৃহস্পতিবার কেনিয়ার ক্লাব গোর মাহিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচ ছিল এভার্টনের। শুধু মাত্র প্রথম পঁয়তাল্লিশ মিনিট খেললেন রুনি। কিন্তু তাতেও নিজের প্রতিভার নজির রেখে গেলেন। ৩৪ মিনিটে দুর্দান্ত গোল করলেন রুনি। গোল ছাড়াও আবার প্রথম পঁয়তাল্লিশ মিনিট দলকে অনেক আক্রমণও গড়তে সাহায্য করেন রুনি। দুর্দান্ত কয়েকটা মুভও তৈরি করেন।

প্রথমার্ধের মাঝপথে আবার মাঠে ঢুকে পড়েন একজন রুনি-ভক্ত। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের জার্সি পরা সেই সমর্থক জড়িয়ে ধরেন প্রাক্তন চ্যাম্পিয়ন্স লিগ জয়ী স্ট্রাইকারকে। ভক্তকে মাঠ থেকে বের করে নিয়ে যাওয়া হয় পুলিশের সাহায্যে। রুনি গোল করলেও সমতা ফেরান মাহিয়ার মেদি কাগেরে।

Advertisement

কিন্তু তাতেও এভার্টনের জয় আটকাল না। কিয়েরান ডাওয়েলের গোলে জিতল রোনাল্ড কোম্যানের দল। রুনি আগেই বলেছেন, এভার্টন জার্সিতেও ট্রফি জিততে চান। ‘‘আমি এভার্টনের হয়ে যদি ট্রফি জিততে পারি তা হলে এর থেকে ভাল আর কিছু হতে পারে না,’’ বলেছেন তিনি।

রুনি ছাড়াও ম্যাচে এভার্টন জার্সিতে অভিষেক হল মাইকেল কিনেরও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন