হারলেও চাপের মধ্যে নেই আমরা, বলছেন চহাল

বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে বায়ুদূষণ বড় সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছিল। এ বার রাজকোট ম্যাচের আগে আবার চিন্তা বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘মহা’।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০১৯ ০৪:২৫
Share:

আশাবাদী: ঘুরে দাঁড়ানোর অঙ্গীকার চহালের। ফাইল চিত্র

পরের বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে ভারতীয় দলে বেশ কয়েক জন নতুন মুখদের সুযোগ দেওয়া হচ্ছে। চলছে পরীক্ষা-নিরীক্ষা। তারই মধ্যে গত রবিবার বাংলাদেশের কাছে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে হেরে গিয়েছে ভারত। যার পরে বেশ কয়েক জন ক্রিকেটারকে কাঠগড়ায় তোলা হচ্ছে। তবে যুজবেন্দ্র চহাল জানিয়েছেন, ম্যাচ হারলেও দল পরিচালন সমিতি তাঁদের উপরে কোনও চাপ তৈরি করেনি। শুধু বলা হয়েছে, ভুলের যেন কোনও পুনরাবৃত্তি না হয়।

Advertisement

বৃহস্পতিবার, রাজকোটে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ। মঙ্গলবার প্র্যাক্টিসের পরে সাংবাদিকদের চহাল বলেন, ‘‘যে এগারো জন খেলছে বা দলে যে পনেরো জন ক্রিকেটার আছে, তারা সবাই নিজের নিজের ভূমিকা জানে। এমন নয় যে, কেউ কেউ দু’একটা ম্যাচ খেলেই বাইরে চলে যাচ্ছে। কয়েকটা ম্যাচে আশা অনুযায়ী ফল না-ও হতে পারে। কিন্তু পরিচালন সমিতি আমাদের উপরে কোনও চাপ দিচ্ছে না। তবে আমাদের দেখতে হবে, যাতে একই ভুল আবারও না হয়।’’

বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে বায়ুদূষণ বড় সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছিল। এ বার রাজকোট ম্যাচের আগে আবার চিন্তা বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘মহা’। যা যে কোনও সময় আছড়ে পড়তে পারে গুজরাত উপকূলে। তবে এ দিন আকাশ পরিষ্কারই ছিল। যার ফলে অনুশীলনে কোনও সমস্যা হয়নি। প্রথম ম্যাচ বাংলাদেশের কাছে সাত উইকেটে হারলেও চহাল বলছেন, ‘‘আমরা ইতিবাচকই আছি। এমন তো নয় যে, এর আগে আমরা প্রথম ম্যাচ হেরে সিরিজ জিতিনি। ওই ম্যাচ এখন অতীত। আমরা যদি শেষ ম্যাচটা নিয়ে এখনও ভাবতে থাকি, তা হলে নেতিবাচক ভাবনা ঢুকে পড়বে।’’ চহাল আরও বলেন, ‘‘আমরা এখানে আসার আগে ওই ম্যাচের কথা ভুলে গিয়েছি। এটা একটা নতুন লড়াই। দলের পনেরো জন ক্রিকেটারই ইতিবাচক রয়েছে। আশা করি, দ্বিতীয় ম্যাচ জিতব।’’

Advertisement

সিরিজে ০-১ পিছিয়ে থাকা অবস্থায় কি আপনাদের উপরে বাড়তি চাপ থাকবে? চহালের জবাব, ‘‘চাপের কোনও প্রশ্ন নেই। এটা তিন ম্যাচের সিরিজ। কোনও নক আউট ম্যাচ নয়। এই সিরিজে কেউ জিতবে, কেউ হারবে। আগের দিন ওরা

ভাল খেলে জিতেছে।’’ নিজের বোলিং নিয়ে এই লেগস্পিনার বলেছেন, ‘‘যখনই আমি বল করি, একটা ব্যাপার মাথায় রাখি। গতির বৈচিত্র। চেষ্টা করি গতির হেরফের করে ব্যাটসম্যানকে সমস্যায় ফেলতে। একই গতিতে বল করলে ব্যাটসম্যানদের কাজটা সহজ হয়ে যায়।’’ দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামের পিচ নিয়ে চহাল বলেছেন, ‘‘ওখানে বলটা ঘুরছিল। তাই গতির হেরফের করলে ব্যাটসম্যানেরা সমস্যায় পড়ছিল। লেংথেরও পরিবর্তন করতে হয়েছে।’’ ওই ম্যাচে চার ওভার বল করে ২৪ রান দিয়ে এক উইকেট পান চহাল। অধিনায়ক রোহিত শর্মাও প্রশংসা করেছিলেন তাঁর বোলিংয়ের।

বাংলাদেশ দলের প্রশংসা করে তিনি বলেছেন, ‘‘শেষ কয়েকটা ম্যাচে বাংলাদেশের সঙ্গে দারুণ লড়াই হয়েছে। মুশফিকুর রহিম ভাল ব্যাট করছে। আমরা কয়েকটা ক্যাচও ফেলেছি। তবে এ সবই ম্যাচের অঙ্গ।’’

তরুণ ভারতীয় বোলিং আক্রমণকে নেতৃত্ব দেওয়া নিয়ে চহালের জবাব, ‘‘সবাই প্রায় ৩০-৪০টা আইপিএল ম্যাচ খেলে ফেলেছে। আমি হয়তো বাড়তি কয়েকটা আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ বেশি খেলেছি। সবাই ভাল বল করলেই আমরা জিতে যাব।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন