Sports News

‘যে কোনও পিচে খেলতে তৈরি আমরা’

নিজেদের ক্রিকেট বোর্ডের সঙ্গে ঝামেলায় শেষ বার সিরিজ মাঝপথেই ছেড়ে চলে গিয়েছিল ডোয়েন ব্রাভোরা। বছর দু’য়েক আগের বিতর্কিত সেই সিরিজকে পিছনে ফেলে বৃহস্পতিবার থেকে ফের শুরু হচ্ছে ভারতের ওয়েস্ট ইন্ডিজ সিরিজ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২০ জুলাই ২০১৬ ১৩:২৫
Share:

ক্লিক করবে কুম্বলে-বাঙ্গার জুটি? ফাইল চিত্র।

নিজেদের ক্রিকেট বোর্ডের সঙ্গে ঝামেলায় শেষ বার সিরিজ মাঝপথেই ছেড়ে চলে গিয়েছিল ডোয়েন ব্রাভোরা। বছর দু’য়েক আগের বিতর্কিত সেই সিরিজকে পিছনে ফেলে বৃহস্পতিবার থেকে ফের শুরু হচ্ছে ভারতের ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। অ্যান্টিগায় প্রথম টেস্টের আগে তাই সচেতন দু’পক্ষই।

Advertisement

এক সাক্ষাত্কারে ভারতের ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার বলেন, “অ্যান্টিগায় আমরা সবুজ উইকেট আশা করছি। যে পিচে পেসারদের বাউন্স এবং ক্যারি ভাল থাকবে। আর চতুর্থ দিন থেকে স্পিনাররা বেশি সাহায্য পাবে। তবে যে পিচই দেওয়া হোক, আমরা চ্যালেঞ্জ নিতে তৈরি।”

সিরিজের আগের দু’টি প্রস্তুতি ম্যাচেই ভাল খেলেছেন ভারতীয়রা। টিম হোটেলে এসে কোহালিদের টিপস দিয়েছেন খোদ ভিভিয়ান রিচার্ডস। সব মিলিয়ে ক্যারিবীয় সফরের আগে পুরোপুরি চার্জড ভারতীয় শিবির।

Advertisement

আরও পড়ুন:
কিছু অফিশিয়াল ফ্যানদের বোকা বানাচ্ছিল

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement