ফিরতি ম্যাচে নাইটদের হারাবই, হুঙ্কার দিলেন জাহির

অধিনায়ক হিসাবে আইপিএলের প্রথম ম্যাচেই লজ্জাজনক হার। নিজের পারফরম্যান্সও যথেষ্ট খারাপ। এই রকম কঠিন পরিস্থিতিতেও কিন্তু একেবারেই দমে যাচ্ছেন না জাহির খান। বরং পরের ম্যাচ থেকেই ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছেন তিনি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১১ এপ্রিল ২০১৬ ১৫:৩১
Share:

অধিনায়ক হিসাবে আইপিএলের প্রথম ম্যাচেই লজ্জাজনক হার। নিজের পারফরম্যান্সও যথেষ্ট খারাপ। এই রকম কঠিন পরিস্থিতিতেও কিন্তু একেবারেই দমে যাচ্ছেন না জাহির খান। বরং পরের ম্যাচ থেকেই ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছেন তিনি।

Advertisement

রবিবার ইডেনে নাইট রাইডার্সের কাছে একেবারে উড়ে গিয়েছে দিল্লি ডেয়ারডেভিলস। দিল্লিই আইপিএলের একমাত্র দল যারা কোনও দিন ফাইনাল খেলেনি। গত কাল ৯৮ রানে অল আউট হয়ে টুর্নামেন্টে আর এক নতুন রেকর্ড করেছে দিল্লি। সবচেয়ে বেশি বার ১০০-এর নীচে অল আউট হওয়ার রেকর্ড করল তারা। কোনও বারই সেমিফাইনালের বাধা না টপকানো দিল্লি এ বারে মরিয়া টুর্নামেন্টে ভাল কিছু করে দেখাতে। অধিনায়ক হিসাবে আনা হয়েছে অভিজ্ঞ জাহির খানকে। দলের ব্যাটিং পরামর্শদাতা করা হয়েছে রাহুল দ্রাবিড়কে। কিন্তু এত করেও হার আটকানো যায়নি।

দলের হার নিয়ে জাহির বলেন, “মাত্র একটা ম্যাচ হয়েছে। এই এক ম্যাচ দেখে আমাদের বিচার করবেন না। পরের ম্যাচ থেকেই আমরা ফিরে আসব।”

Advertisement

নাইটদেরও হুমকি দিয়েছেন জাহির। ফিরতি ম্যাচে গম্ভীরদের ‘দেখে নেওয়া’র হুমকি দিয়ে জাহির বলেন, “ইডেনে হারতে হয়েছে। কোটলার ম্যাচে কিন্তু এই ফল হবে না। ওই ম্যাচে নাইটদের আমরা হারাবই।”

আরও পড়ুন:
হাসতে হাসতে জিতল রে

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement