কোহালি ম্যাজিক সত্ত্বেও শেষ হাসি ক্যারিবিয়ানদের

কোহালি ম্যাজিক ছিল। সে ব্যাট হাতে হোক বা বল হাতে। কিন্তু সব দিন তো আর এক যায় না। তাই এদিন ব্যাট হাতে ৮৯ আর যখন দীর্ঘ সময় উইকেট আসেনি ভারতের ঘরে তখন বল হাতে উইকেট তুলে নিয়েও জয়ের মুখ দেখতে পারলেন না বিরাট কোহলি।

Advertisement
শেষ আপডেট: ৩১ মার্চ ২০১৬ ১৯:০১
Share:

কোহালি ম্যাজিক ছিল। সে ব্যাট হাতে হোক বা বল হাতে। কিন্তু সব দিন তো আর এক যায় না। তাই এদিন ব্যাট হাতে ৮৯ আর যখন দীর্ঘ সময় উইকেট আসেনি ভারতের ঘরে তখন বল হাতে উইকেট তুলে নিয়েও জয়ের মুখ দেখতে পারলেন না বিরাট কোহলি। দুঃখটা হয়তো সে কারণেই অনেক বেশি তাঁর। সঙ্গে অধিনায়ক ধোনির। বল হাতে মার খেলেন হার্দিক পাণ্ড্য থেকে রবীন্দ্র জাদেজা, বুমরাহরা। তাই রানটা কাজে লাগল না।

Advertisement

• ছক্কা হাঁকিয়ে ওয়েস্ট ইন্ডিজকে ফাইনালে তুললেন আন্দ্রে রাসেল।

• ৩ বলে দরকার ৩ রান।

Advertisement

• বিরাটকে রাসেলের বাউন্ডারি।

• ১৯ ওভারে ওয়েস্ট ইন্ডিজ ১৮৫/৩।

• জাদেজাকে রাসের বাউন্ডারি।

• বোলারদের সঙ্গে মাঠের মধ্যেই আলোচনা সারলেন ধোনি।

• ৮২ রানে ব্যাট করছেন সাইমন্স।

• রাসেলের ছক্কা জাদেজাকে।

• বল করতে এসেছেন জাদেজা।

• ১২ বলে ২০ রান দরকার ওয়েস্ট ইন্ডিজের। হাতে রয়েছে ৭ উইকেট।

• ১৮ ওভারে ওয়েস্ট ইন্ডিজ ১৭৩/৩।

• তার পরই আবার বাউন্ডারি।

• বুমরাহর বলে সাইমন্সের উঁচু করে তোলা বল বাউন্ডারি পেড়িয়ে যাওয়ার আগে ধরে ফেলেছিলেন জাদেজা। তবে তিনি বাউন্ডারির বাইরে চলে যাওয়ার আগে তা ছুড়ে দেন মাঠের মধ্যে সেটা ধরে ফেলেন বিরাট। ক্যাচ আউট হতে পারতেন সাইমন্স। কিন্তু বল ধরা অবস্থায় জাদেজার পা ছুয়ে ফেলেছিল বাউন্ডারি।

• আউট না ছক্কা।

• বল করতে এসেছেন বুমরাহ।

• ১৮ বলে ওয়েস্ট ইন্ডিজের দরকার ৩২ রান। হাতে রয়েছে ৭ উইকেট।

• এই ওভার থেকে এল ১০ রান।

• ১৭ ওভারে ওয়েস্ট ইন্ডিজ ১৬১/৩।

• নেহরাকে রাসেলের ওভার বাউন্ডারি।

• বল করতে এসেছেন নেহরা।

• ২৪ বলে ৪২ রান দরকার ওয়েস্ট ইন্ডিজের। হাতে রয়েছে ৭ উইকেট।

• ১৬ ওভারে ওয়েস্ট ইন্ডিজ ১৫১/৩।

• এই ওভার থেকে এল ১৩ রান।

• ওভার বাউন্ডারি সাইমন্সের।

• ওভার থ্রোয়ের জন্য বাড়তি রান নিল ওয়েস্ট ইন্ডিজ।

• বুমরাহকে সাইমন্সের বাউন্ডারি। ক্যাচ হতে পারত।

• ১৫ ওভারে ওয়েস্ট ইন্ডিজ ১৩৮/৩।

• হার্দিকের এই ওভারে এল ১৮ রান।

• হার্দিককে সাইমন্সের ওভার বাউন্ডারি।

ছক্কা।

• নো বলের জন্য বাতিল হল হার্দিকের উইকেট।

• হার্দিকের ওভারে বাউন্ডারি ওভার বাউন্ডারি।

• ৩৬ বলে ওয়েস্ট ইন্ডিজের জিততে হলে লাগবে ৭৩ রান। হাতে রয়েছে ৭ উইকেট।

• ১৪ ওভারে ওয়েস্ট ইন্ডিজ ১২০/৩।

• সাইমন্সের হাফ সেঞ্চুরি।

• কোহলির বলে রোহিত শর্মাকে ক্যাচ দিয়ে ফিরলেন চার্লস। করলেন ৫২ রান।

• আউট...

• এসেই উইকেট পেলেন বিরাট কোহলি।

• ১৩ ওভারে ওয়েস্ট ইন্ডিজ ১১৬/২।

• এই ওভারে ১২ রান এল ওয়েস্ট ইন্ডিজের ঘরে।

• জাদেজাকে সাইমন্সের জোড়া বাউন্ডারি।

• তৃতীয় ওভারের শেষ বলে শেষ উইকেট নিয়েছিল ভারত। তার পর আর উইকেট নিতে ব্যর্থ ভারতের বোলাররা।

• ১২ ওভারে ওয়েস্ট ইন্ডিজ ১০৪/২।

• ১০০ রান ওয়েস্ট ইন্ডিজের।

• ৫১ বলে ওয়েস্ট ইন্ডিজকে করতে হবে ৯১ রান। হাতে রয়েছে ৮ উইকেট।

• বাউন্ডারি হাঁকিয়ে নিজের হাফ সেঞ্চুরি করলেন জনসন চার্লস।

• ২৯ বল খেলে ৪৬ রানে ব্যাট করছেন চার্লস। সাইমন্সের রান ৩৬।

• এই ওভারে ১৩ রান নিল ওয়েস্ট ইন্ডিজ।

• ১১ ওভারে ওয়েস্ট ইন্ডিজ ৯৭/২।

• জাদেজাকে সাইমন্সের ওভার বাউন্ডারি, বাউন্ডারি।

• ১০ ওভারে ওয়েস্ট ইন্ডিজ ৮৪/২।

• এবার বাউন্ডারি। পরের বলেই।

• ছক্কা নিয়ে সংশয় থাকলেও রিপ্লে দেখার পর ছক্কাই দেন আম্পায়ার।

• বলতে বলতেই পাণ্ড্যকে ওভার বাউন্ডারি হাঁকালেন চার্লস।

• এখুনি উইকেট না ফেললে শেষের দিকে সমস্যায় পড়তে হবে ভারতকে

• ৯ ওভারে ওয়েস্ট ইন্ডিজ ৭২/২।

• অশ্বিনকে চার্লসের বাউন্ডারি।

• অশ্বিনকে চার্লসের ওভার বাউন্ডারি।

• ৮ ওভারে ওয়েস্ট ইন্ডিজ ৫৯/২।

• হার্দিক পাণ্ড্যকে চার্লসের বাউন্ডারি।

• ৭ ওভারে ওয়েস্ট ইন্ডিজ ৫১/২।

• আউট নন সাইমন্স। বুমরাহ ক্যাচ নিলেও অশ্বিনের নো বল ছিল।

• ৬ ওভারে ওয়েস্ট ইন্ডিজ ৪৪/২।

• জাদেজাকে সাইমন্সের ওভার বাউন্ডারি।

• ৫ ওভারে ওয়েস্ট ইন্ডিজ ৩৩/২।

• নেহরার বলে সাইমন্সের বাউন্ডারি।

• ১৬ ওভার ওয়েস্ট ইন্ডিজকে করতে হবে ১৬৫ রান। ৮ উইকেট রয়েছে হাতে।

• ৪ ওভারে ওয়েস্ট ইন্ডিজ ২৮/২।

• ব্যাট করছেন জনসন চার্লস ও লেন্ডল সিমন্স।

• বুমরাহকে চার্লসের পর পর বাউন্ডারি।

• ৩ ওভারে ওয়েস্ট ইন্ডিজ ১৯/২।

• নেহরার বলে রাহানেকে ক্যাচ দিয়ে প্যাভেলিয়নে ফিরলেন স্যামুয়েলস। করলেন ৮ রান।

• আউট...

• নেহরার প্রথম বলেই চার্লসের বাউন্ডারি।

• ২ ওভারে ওয়েস্ট ইন্ডিজ ১৪/১।

• বুমরাহকে স্যামুয়েলের জোড়া বাউন্ডারি।

• জশপ্রীত বুমরাহর বলে বোল্ড হলেন গেইল। করলেন ৫ রান।

• আউট...

• ১ ওভারে ভারত ৬/০।

টস জিতে প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। দুই ওপেনার রোহিত শর্মা ও অজিঙ্ক রাহানে বড় রানের ইনিংস না খেলতে পারলেও সাময়িক ভীতটা তৈরি করে দিয়েছিলেন। রোহিত আউট হতেই দলের রানের ব্যাটন নিজের কাঁধে তুলে নেন বিরাট কোহলি। শেষটাও করে গেলেন তিনি। ৪৭ বলে ৮৯ রান করে অপরাজিত থাকলেন বিরাট কোহলি। অজিঙ্ক রাহানে ৪০ রান করে আউট হওয়ার পর ধোনি যোগ দেন কোহলির সঙ্গে। কিন্তু বেশি খাটতে হয়নি তাঁকে। বরং সিঙ্গলস নিয়ে বিরাটকেই বার বার এগিয়ে দেন অধিনায়ক। শেষ পর্য়ন্ত দু’উইকেট হারিয়ে ১৯২ রানে থামল ভারত।

• নেহরাকে বাউন্ডারি গেইলের।

• বল করছেন আশিস নেহরা।

• ব্যাট করতে এসেছেন ক্রিস গেইল ও জনসন চার্লস।

• ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং শুরু।

• বিরাট কোহলি ৮৯ ও ধোনি ১৫ রানে অপরাজিত।

• ২০ ওভারে ভারত ১৯২/২।

• শেষ ওভারে ব্র্যাভোকে বাউন্ডারি কোহলির।

• ৪৩ বল খেলে ৮১ রানে ব্যাট করছেন বিরাট কোহলি।

• ১৯ ওভারে ভারত ১৮০/২।

• আবার বাউন্ডারি বিরাটের।

• রাসেলকে বিরাটের বাউন্ডারি।

• রাসেলকে ওভার বাউন্ডারি বিরাট কোহলির।

• ১৮ ওভারে ভারত ১৬১/২।

• ওভারের শেষ বলে আবার বাউন্ডারি।

• ব্র্যাভোকে কোহলির বাউন্ডারি।

• বল করতে এলেন ব্র্যাভো।

• ১৭ ওভারে ভারত ১৫০/২।

• এই ওভারে এল ১৭ রান।

• ব্রেথওয়েটকে পর পর বাউন্ডারি ধোনি ও বিরাটের। এই ওভারে দু’জনে মিলে তিনটি বাউন্ডারি হাঁকালেন।

• বিরাট কোহলির হাফ সেঞ্চুরি।

• ১৬ ওভারে ভারত ১৩৩/২।

• বিরাটের সঙ্গে ব্যাট করতে এলেন ধোনি।

• রাসেলের বলে ব্র্যাভোকে ক্যাচ দিয়ে ৪০ রান করে আউট হলেন অজিঙ্ক রাহানে।

• আউট...

• ১৫ ওভারে ভারত ১২৭/১।

• রাহানেকে আরও দ্রুত রান তুলতে হবে।

• রাহানে-কোহলি দু’জনেই ব্যাট করছেন ৪০ রানে।

• ব্রেথওয়েটকে কোহলির বাউন্ডারি।

• রাহানে-কোহলি পার্টনারশিপ আরও কিছুক্ষণ টিকে গেলে বড় রানে ইনিংস খেলেই থামবে ভারত।

• ১৪ ওভারে ভারত ১২০/১।

• বেনকে কোহলির বাউন্ডারি।

• ১৩ ওভারে ভারত ১০৯/১।

• এই ওভারে ভারত ১৩ রান নিল।

• ব্র্যাভোকে কোহলির বাউন্ডারি।

• ১০০ রান ভারতের।

• এই ওভারে ভারত ৭ রান নিল।

• ১২ ওভারে ভারত ৯৮/১।

• ১১ ওভারে ভারত ৯১/১।

• ২৫ বলে ৩০ রান করলেন অজিঙ্ক রাহানে। বিরাট কোহলি ১৩ রানে ব্যাট করছেন।

• ১০ ওভারে ভারত ৮৬/১। এই ওভারেও এল ১০ রান।

• বদ্রীকে রাহানের বাউন্ডারি।

• উইকেটে টিকে থাকতে চাইছেন এই মুহূর্তে দুই ব্যাটসম্যান।

• ৯ ওভারে ভারত ৭৬/১।

• নবম ওভারে ১০ রান এল।

• ব্র্যাভোকে কোহলির বাউন্ডারি। তার আগের বলে জোড়া রান পরের বলেও জোড়া রান নিলেন তিনি।

• ৮ ওভারে ভারত ৬৬/১।

• অজিঙ্ক রাহানের সঙ্গে ব্যাট করতে এলেন বিরাট কোহলি।

• বদ্রীর বলে এলবিডব্লু রোহিত শর্মা। আউট হলেন ৩১ বলে ৪৩ রান করে।

• আউট...

• ৭ ওভারে ভারত ৬২/০।

• রোহিত শর্মা ২৯ বলে ৪৩ রানে ব্যাট করছেন। অজিঙ্ক রাহানে ১৭ রানে।

• ৬ ওভারে ভারত ৫৫/০।

• পঞ্চম বলে বাউন্ডারি।

• রাসেলের ফুল টসে ওভার বাউন্ডারি রোহিত শর্মার।

• বল করতে এসেছেন রাসেন।

• ৫ ওভারে ভারত ৩৫/০।

• রোহিত-রাহানের রানিং বিটউইন দ্য উইকেট দলের কাজে লাগবে বলেই আশা।

• পরের বলেই দু’রান তুলে নিলেন।

• বদ্রীকে বাউন্ডারি রাহানের।

• ৪ ওভারে ভারত ২৬/০।

• চতুর্থ ওভারে এল ১১ রান।

• চতুর্থ ও পঞ্চম বলে পর পর বাউন্ডারি হাঁকালেন রোহিত শর্মা।

• বেনের ওভারের প্রথম বলেই দু’রান নিলেন রোহিত।

• ৩ ওভারে ভারত ১৫/০।

• তৃতীয় ওভারে ৯ রান নিলেন রোহিত, রাহানে।

• ব্রেথওয়েটকে রোহিত শর্মার ছক্কা।

• ২ ওভারে ভারত ৬/০।

• দ্বিতীয় ওভারে এল মাত্র ৪ রান।

• ১ ওভারে ভারত ২/০।

• যুবরাজ সিংহর জায়গায় দলে এলেন মণীশ পাণ্ডে।

• দল থেকে বাদ পড়লেন শিখর ধবন। তাঁর জায়গায় এলেন রাহানে।

• রোহিত শর্মার সঙ্গে ব্যাট করছেন অজিঙ্ক রাহানে।

• সেমিফাইনালে বদলে গেল রোহিত শর্মার ওপেনিং পার্টনারও।

• পুরো টুর্নামেন্ট বাইরে থাকার পর সেমিফাইনালে দলে জায়গা করে নিলেন অজিঙ্ক রাহানে।

• খেলা শুরু।

টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিল ওয়েস্ট ইন্ডিজ। মুখে মুখে যুদ্ধ ঘোষণা হয়ে গিয়েছে অনেকদিন আগেই। ভারত সেমিফাইনালে ওঠার পরই ওয়াংখেড়়ে কার হবে সেটাই ছিল আলোচনার বিষয়বস্তু। কারণ তার আগেই সেমিফাইনালে পৌঁছে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। বিরাট না গেইল সেই নিয়েই চলছে জল্পনা। তার মধ্যেই ভারতীয় শিবিরে ধাক্কা যুবরাজ সিংহর চোট। জল্পনার তুঙ্গে তখন কে খেলবেন তাঁর জায়গায়। সব মিলে খেলা শুরু আগে থেকেই টি২০ বিশ্বকাপের সেমিফাইনাল নিয়ে টানটান উত্তেজনার মধ্যে শুরু হয়ে যাচ্ছে ইডেনের প্রস্তুতি। কে খেলবেন ইংল্যান্ডের বিরুদ্ধে? তার জন্য আর কিছুক্ষণের অপেক্ষা। কে খেলবেন ফাইনাল, কার দৌঁড়় থেমে যাবে আজকেই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement