বিশ্বকাপ ক্রিকেটের মূলপর্বে ওয়েস্ট ইন্ডিজ

বুধবার হারারেতে ১৯৯ রান তাড়া করে জিততে পারলে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করত স্কটল্যান্ড। কিন্তু ৩৫.২ ওভারে তারা যখন ১২৫-৫, তখনই বৃষ্টি শুরু হয়।

Advertisement

নিজস্ব প্রতিবেদন 

শেষ আপডেট: ২২ মার্চ ২০১৮ ০৪:২৮
Share:

উৎসব: বিশ্বকাপের মূলপর্বে ওঠার পরে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটাররা। ছবি: টুইটার

বৃষ্টি শেষ পর্যন্ত বিশ্বকাপ ক্রিকেটের মূলপর্বে উঠতে সাহায্য করল ওয়েস্ট ইন্ডিজকে। ডাকওয়ার্থ লুইসের নিয়মে স্কটল্যান্ডকে পাঁচ রানে হারিয়ে মূলপর্বে উঠে পড়ল ক্রিস গেলের ওয়েস্ট ইন্ডিজ।

Advertisement

বুধবার হারারেতে ১৯৯ রান তাড়া করে জিততে পারলে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করত স্কটল্যান্ড। কিন্তু ৩৫.২ ওভারে তারা যখন ১২৫-৫, তখনই বৃষ্টি শুরু হয়। এই বৃষ্টির ফলে আর ম্যাচ শুরু করা যায়নি। যখন খেলা বন্ধ হয়, তখন স্কটিশদের যদি আর পাঁচ রান বেশি থাকত, তা হলেই তারা ম্যাচ জিতে মূলপর্বে উঠে পড়ত। কিন্তু বৃষ্টিই তা হতে দিল না।

ওয়েস্ট ইন্ডিজের আরভিন লিউইস ৬৬ ও মারলন স্যামুয়েলস ৫১ রান করেন। ক্রিস গেল প্রথম বলেই আউট হয়ে যান। জেসন হোল্ডারের দলের দুই বোলার কেমার রোচ ও অ্যাশলে নার্স দু’টি করে উইকেট নেন।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন