Brij Bhushan Sharan Singh

তদন্তের মাঝেই বিজেপির মিছিলে কুস্তি কর্তা! নিগ্রহের অভিযোগ নিয়ে মুখে কুলুপ ব্রিজভূষণের

তদন্তের মাঝেই নিজের নির্বাচনী কেন্দ্রে মিছিল করেছেন ভারতীয় কুস্তি সংস্থার সভাপতি ব্রিজভূষণ শরণ সিংহ। কিন্তু তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে মুখ খুলতে রাজি হননি তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১১ জুন ২০২৩ ২০:৪৯
Share:

ব্রিজভূষণ শরণ সিংহ। —ফাইল চিত্র

ভারতীয় কুস্তি সংস্থার সভাপতি ব্রিজভূষণ শরণ সিংহের বিরুদ্ধে তদন্ত চলছে। তাঁর বিরুদ্ধে হেনস্থা ও নিগ্রহের অভিযোগ করেছেন সাক্ষী মালিক, বজরং পুনিয়া, বিনেশ ফোগটের মতো কুস্তিগিরেরা। সেই তদন্তের মাঝেই এ বার মিছিল করলেন ব্রিজভূষণ। তবে সেটা বিজেপির রাজনৈতিক মিছিল। সেখানে কুস্তিগিরদের অভিযোগ নিয়ে প্রশ্ন করা হল তাঁকে। প্রশ্ন উঠতেই মুখে কুলুপ ব্রিজভূষণের।

Advertisement

রবিবার নিজের নির্বাচনী কেন্দ্র গোন্ডায় মিছিল করেন বিজেপি সাংসদ ব্রিজভূষণ। মিছিল শেষে কুস্তিগিরদের বিক্ষোভ নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘আমি অভিযোগ নিয়ে কোনও মন্তব্য করব না। আমি তদন্তের রিপোর্ট ও কোর্টের নির্দেশের অপেক্ষা করছি।’’

গত ২৩ এপ্রিল থেকে দিল্লির যন্তর মন্তরে আন্দোলন শুরু হওয়ার ৪৫ দিন পরে তা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন প্রতিবাদী কুস্তিগিরেরা। কেন্দ্রের আশ্বাসে ভরসা দেখিয়েছেন তাঁরা। কেন্দ্রের আশ্বাসে এই সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। গত শনিবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে তাঁর বাড়িতে বৈঠক করেন কুস্তিগিরেরা। সেখানে কোনও সমাধান সূত্র বার না হলেও সেই বৈঠকই ভিত গড়ে দিয়েছিল। সেখানে নিজেদের দাবি জানিয়েছিলেন কুস্তিগিরেরা। সেই দাবি নিয়েই পরে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরের বাড়িতে বৈঠক করেন কুস্তিগিরেরা।

Advertisement

বৈঠকে নিজেদের পাঁচটি দাবি পেশ করেন বজরংরা। সেগুলি ছিল— ১) জাতীয় কুস্তি সংস্থায় অবাধ এবং সুষ্ঠু নির্বাচন করতে হবে। ২) সংস্থার মাথায় মহিলা প্রধান নিয়োগ করতে হবে। ৩) ব্রিজভূষণ এবং পরিবারের কেউ যেন জাতীয় কুস্তি সংস্থার সঙ্গে জড়িত থাকতে না পারেন। ৪) নতুন সংসদ ভবনের সামনে প্রতিবাদ করতে যাওয়ায় কুস্তিগিরদের বিরুদ্ধে থানায় যে অভিযোগ জানানো হয়েছে তা খারিজ করতে হবে। ৫) ব্রিজভূষণকে গ্রেফতার করতে হবে।

অনুরাগের সঙ্গে পাঁচ ঘণ্টার বৈঠকের পরে কুস্তিগিরদের কয়েকটি দাবি মেনে নেয় কেন্দ্র। ভারতীয় কুস্তি সংস্থায় একটি অভ্যন্তরীণ কমিটি তৈরি করার কথা জানিয়েছেন অনুরাগ। সেই কমিটির মাথায় থাকবেন এক জন মহিলা। এই কমিটিতে এক জন প্রতিবাদী কুস্তিগিরকে থাকার অনুরোধও করেছিলেন তিনি। কিন্তু সেই অনুরোধ মানেননি কুস্তিগিরেরা। বজরংদের দাবি মেনে তাঁদের বিরুদ্ধে করা সব এফআইআর তুলে নেওয়া হয়েছে বলেও জানান ক্রীড়ামন্ত্রী। জাতীয় কুস্তি সংস্থার নির্বাচন অবাধ ও সুষ্ঠু হওয়ার এবং কুস্তির সঙ্গে ব্রিজভূষণের পরিবারের কেউ যুক্ত থাকতে পারবেন না বলেও জানিয়েছেন অনুরাগ।

কিন্তু কুস্তিগিরদের যে প্রধান দাবি, অর্থাৎ, ব্রিজভূষণকে গ্রেফতার করার দাবি এখনও মানেনি কেন্দ্র। কুস্তি কর্তার বিরুদ্ধে তদন্ত করে ১৫ জুনের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন অনুরাগ। কুস্তিগিরদের বেশির ভাগ দাবিই মেনে নিয়েছে কেন্দ্র। সেই কারণেই নিজেদের আন্দোলন থেকে সরে এসেছেন বজরংরা। তাঁরা জানিয়েছেন, আপাতত ১৫ জুন পর্যন্ত আন্দোলন স্থগিত থাকবে। কিন্তু ১৫ জুনের মধ্যে তদন্ত শেষ না হলে তাঁরা আবার আন্দোলন শুরু করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন কুস্তিগিরেরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন