সৌম্য সরকারের প্রশংসায় টুইট করলেন জন্টি

শুরু হয়েছে টি২০ বিশ্বকাপ। তাঁর নজর তো থাকবেই টেলিভিশন চ্যানেলে। কিন্তু তাঁর মতো ফিল্ডিং আর কোথায় দেখা যায় আজকাল ক্রিকেট মাঠে। বুধবারের ইডেনে অবশ্য সেই স্মৃতি ফিরিয়ে দিয়েছেন এক বাঙালি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ মার্চ ২০১৬ ১৭:০২
Share:

শুরু হয়েছে টি২০ বিশ্বকাপ। তাঁর নজর তো থাকবেই টেলিভিশন চ্যানেলে। কিন্তু তাঁর মতো ফিল্ডিং আর কোথায় দেখা যায় আজকাল ক্রিকেট মাঠে। বুধবারের ইডেনে অবশ্য সেই স্মৃতি ফিরিয়ে দিয়েছেন এক বাঙালি। বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে আরাফত সানির বলে যে ক্যাচটি নিলেন সৌম্য সরকার সেটা লেখা থাকবে টি২০ বিশ্বকাপ ক্রিকেটের ইতিহাসে। মহম্মদ হাফিজ হয়তো ভাবতেও পারেননি ছক্কা হাঁকানো বলটি সোজা গিয়ে ধরা দেবে সৌম্যর হাতে।

Advertisement

ম্যাচ শেষে জন্টি টুইট করেন সৌম্যর প্রশংসায়। লেখেন, ‘‘দারুণ একটা ম্যাচ দেখলাম। দারুণ কিছু ইনিংস। কিন্তু সৌম্য অসাধারণ।’’ সৌম্যর ক্যাচের কথাই বলতে চেয়েছেন জন্টি। হয়তো সৌম্যর ক্যাচ জন্টিকে ফিরিয়ে নিয়ে গিয়েছে তাঁর অতীতে। শুধু জন্টি নন সৌম্যর ক্যাচের প্রশংসায় ক্রিকেট বিশ্ব। হাফিজের শট ঠিক বাউন্ডারির সামনে ধরেছিলেম সৌম্য। কিন্তু শরীরের ভারসাম্য ধরে রাখতে পারেননি। কিন্তু বলকে যেতে দেননি বাইরে। বাউন্ডারির বাইরে ছিটকে যাওয়ার আগে সৌম্য আকাশে উড়িয়ে দেন বল। সেই বল মাটি ছোঁয়ার আগেই আবার বাউন্ডারির ভিতরে এসে সেই বল লুফে নেন সৌম্য। তাঁর এই ক্যাচ অবশ্য দলকে জেতাতে পারেনি। কিন্তু সৌম্য সরকারের ফিল্ডিংয়ে মুগ্ধ ক্রিকেট বিশ্ব।

আরও খবর

Advertisement

উফ্, কী ক্যাচটাই না নিলেন সৌম্য!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন