পাঁচ বছর পর ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়েছে ভারতীয় দল। খেলবে চারটি টেস্ট। মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বাধীন ২০১১ সালের সেই সফরের টেস্ট, ওয়ান ডে, টি ২০ তিনটি ফর্ম্যাটেই জিতেছিল ভারত। পাঁচ বছর আগের সেই দলের একাধিক ক্রিকেটার অবসর নিয়েছেন। বাদ গিয়েছেন আরও কয়েক জন। এক নজরে দেখে নেওয়া যাক অর্ধ দশক আগের সেই দলের আজ কে কোথায়।