Sports News

রোহিত শর্মা ব্রেকফাস্টে কি খান, জানেন?

চ্যাম্পিয়ন্স ট্রফির পর ওয়েস্ট ইন্ডিজ সফরে বিশ্রাম দেওয়া হয়েছিল রোহিতকে। সেখানে দুটো হাফ সেঞ্চুরি ও একটি সেঞ্চুরি করেছিলেন। তার পর দীর্ঘ বিশ্রাম। সামনে আবার শ্রীলঙ্কা সিরিজ। পুরো মাস ধরেই চলবে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৭ জুলাই ২০১৭ ২১:৩৩
Share:

রোহিত শর্মা। —ফাইল চিত্র।

বেশ কয়েকদিন ছুটির মেজাজে পরিবারের সঙ্গেই কাটল ভারতীয় দলের ক্রিকেটারদের। এ বার আবার শুরু সফরের। সামনে শ্রীলঙ্কা সফর। তার আগে ইনস্টাগ্রামে নিজের ও তাঁর স্ত্রীর ব্রেকফাস্টের সিক্রেট শেয়ার করে নিলেন রোহিত শর্মা। দু’জনেরই ব্রেকফাস্টের ছবি পাশাপাশি দিয়ে লিখে দিলেন কোনটা কার। ক্যাপশনে লিখলেন, ‘দেখুন তো ওর আর আমার ব্রেকফাস্ট কেমন দেখতে।’ যেখানে দেখা যাচ্ছে, রোহিতের ব্রেকফাস্টে রয়েছে সবুজ সবজি, জুস আর কফি। সেখানে রীতিকার চকোলেট প্যান কেক আর ভাজা কিছু।

Advertisement

আরও খবর: নতুন কোচ নিয়ে কী বললেন অশ্বিন?

চ্যাম্পিয়ন্স ট্রফির পর ওয়েস্ট ইন্ডিজ সফরে বিশ্রাম দেওয়া হয়েছিল রোহিতকে। সেখানে দুটো হাফ সেঞ্চুরি ও একটি সেঞ্চুরি করেছিলেন। তার পর দীর্ঘ বিশ্রাম। সামনে আবার শ্রীলঙ্কা সিরিজ। পুরো মাস ধরেই চলবে। তার আগে ছুটি থাকলেও তিনি যে নিজের ফিটনেসের দিকে খেয়াল রেখেছিলেন সেটাই প্রমাণ করে দিলেন।

Advertisement

ইনস্টাগ্রামে এই ছবি পোস্ট করলেন 🙄

🙄

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement