Sports News

ড্রেসিংরুমের দিকে আঙুল দেখিয়ে কী বললেন বিরাট?

যখন ৯৭ রানে ব্যাট করছিলেন বিরাট তখন খেলা থামিয়ে ডাগ আউটের দিকে আঙুল তুলে কিছু বলেন। সেখানে তখন বসে ছিলেন কোচ রবি শাস্ত্রী, সঞ্জয় বাঙ্গাররা। ব্যাট নিয়ে তৈরি ছিলেন মহম্মদ শামিও।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২১ নভেম্বর ২০১৭ ১৫:২৮
Share:

বিরাট কোহালি ড্রেসিংরুমের দিকে আঙুল দেখিয়ে জানতে চাইছেন। ছবি: বিসিসিআই।

তখন ব্যাট করছেন ৯৭ রানে। ম্যাচের শেষ দিন। অনেকটা সময় নষ্ট হয়েছে বৃষ্টির কারণে। তবুও জয়ের একটা মরিয়া চেষ্টা করেছিল ভারতীয় দল। ৩৫২ রানে ইনিংস ডিক্লেয়ার করে দিয়েছিল শ্রীলঙ্কাকে ২৩১ রানের টার্গেট দিয়ে। দিনের খেলা শেষের মধ্যে সব উইকেট ফেলে দিতে পারলেই কেল্লা ফতে। তাই হয়তো নিজের সেঞ্চুরির লোভ করেননি অধিনায়ক বিরাট কোহালি। এটাই হয়তো অধিনায়কচিত সিদ্ধান্ত। কিন্তু টিম ম্যানেজমেন্ট চায়নি। তারা চেয়েছিল ৫০তম শতরানটি আসুক বিরাটের ব্যাট থেকে। ঠিক সেই বার্তাই এসেছিল ড্রেসিংরুম থেকে।

Advertisement

আরও পড়ুন

নাগপুর টেস্টে দলে নেই ধবন-ভুবি

Advertisement

আইএসএল-এর ইতিহাসে সর্ব কনিষ্ঠ তিনিই

যখন ৯৭ রানে ব্যাট করছিলেন বিরাট তখন খেলা থামিয়ে ডাগ আউটের দিকে আঙুল তুলে কিছু বলেন। সেখানে তখন বসে ছিলেন কোচ রবি শাস্ত্রী, সঞ্জয় বাঙ্গাররা। ব্যাট নিয়ে তৈরি ছিলেন মহম্মদ শামিও। বিরাট আঙুল তুলে কোচের কাছে জানতে চান ইনিংস ঘোষণা করবেন কি না। ডাগ আউট থেকে হাতের ইশারায় শাস্ত্রী বলে দেন, সেঞ্চুরিটা সেরে নিতে। তার পরই ছক্কা হাঁকিয়ে সেঞ্চুরি করে ইনিংস ঘোষণা করেন বিরাট কোহালি।

দেখুন ভিডিও

দেখুন ভিডিও ? ?

দেখুন ভিডিও

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement