La Liga

ভবিষ্যৎ কে বলতে পারে, ট্রফি জিতেও সতর্ক জ়িজ়ু

লা লিগা জয়ের ফলে রিয়ালে তাঁর ভবিষ্যৎ সুনিশ্চিত এমনও ধরে নিতে নারাজ তিনি। বলে দিচ্ছেন, ‘‘কেউ জানে না, ভবিষ্যতে কী ঘটবে। আমার চুক্তি রয়েছে, আমার এই ক্লাব ভাল লাগে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৯ জুলাই ২০২০ ০৫:৩৬
Share:

বার্তা: শেষ ম্যাচেও জয় চাই, বলে দিলেন গুরু জ়িদান। ফাইল চিত্র

লা লিগা খেতাব জিতেও শেষ ম্যাচকে প্রীতি ফুটবল হিসেবে নিতে চান জ়িনেদিন জ়িদান। রবিবার লেগানেসের বিরুদ্ধে নামার আগে তিনি বলে দিলেন, ‘‘আমাদের লিগ এখনও শেষ হয়নি। একটা ম্যাচ বাকি। আমরা সর্বোচ্চ ডিভিশনে খেলছি। সেটাকে সম্মান করা উচিত।’’

Advertisement

এখানেই না থেমে রিয়াল বস্ যোগ করছেন, ‘‘যে ভাবে আমরা সব সময় খেলার চেষ্টা করি, সে ভাবেই শেষ ম্যাচেও খেলব। আমাদের অনুপ্রেরণার কোনও অভাব যেন না হয়। এই ক্লাবের মজ্জায় রয়েছে একটাই জিনিস— সব ম্যাচ জেতার জন্য খেলতে নামতে হবে। এটাও একটা লিগ ম্যাচ। প্রীতি ম্যাচ নয়।’’

লা লিগা জয়ের ফলে রিয়ালে তাঁর ভবিষ্যৎ সুনিশ্চিত এমনও ধরে নিতে নারাজ তিনি। বলে দিচ্ছেন, ‘‘কেউ জানে না, ভবিষ্যতে কী ঘটবে। আমার চুক্তি রয়েছে, আমার এই ক্লাব ভাল লাগে। কিন্তু ফুটবলে কী হয়, কেউ বলতে পারে না। ফুটবলে পরের দিনই সব কিছু পাল্টে যেতে পারে। তাই আমিও জানি না ভবিষ্যতে কী হবে।’’

Advertisement

এক সাংবাদিক জিজ্ঞেস করলেন আসন্ন দলবদলের মরসুম নিয়ে। কী রকম দল গড়তে চান জ়িজু? কারা তাঁর নিশানায় রয়েছেন? রিয়াল চাণক্যের স্পষ্ট জবাব, ‘‘আপনার প্রশ্নে লা লিগা এবং চ্যাম্পিয়ন্স লিগ ছাড়া বাকি সব কিছুই রয়েছে দেখছি। এই মরসুম শেষ না করে আমি সামনেরটা নিয়ে ভাবতে চাই না। আমাদের একটা লিগ ম্যাচ বাকি, তার পর চ্যাম্পিয়ন্স লিগও রয়েছে।’’

তিনিই কি মাদ্রিদের নতুন ‘স্পেশ্যাল ওয়ান’? শনিবার সাংবাদিক সম্মেলনে প্রশ্ন করলেন এক জন। দার্শনিকের ভঙ্গিতে জ়িদানের জবাব, ‘‘মোটেও তা মনে করি না। আমি বরং নিজেকে ভাগ্যবান মনে করি যে, এই ক্লাবে রয়েছি। আমি প্রত্যেকটা দিন নিয়ে ভাবি কারণ, সব কিছুই শেষ হয়। আবার নতুন করে শুরু হয়।’’ লিয়োনেল মেসিদের বার্সেলোনার পাশেও দাঁড়ালেন। ‘‘ওরা একটাই ম্যাচ হেরেছে। সাতটা জিতেছে। আমরা দুর্দান্ত ভাবে শেষ করেছি কিন্তু বার্সেলোনা যে ভাল খেলেছে, সেটাকেও উপেক্ষা করা উচিত নয়,’’ বললেন জ়িদান। মহানরা যেমন হন!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন