Sports News

মুসলিম ক্রিকেটার নেই কেন? জবাবে ভাজ্জি

বল হাতে যতটা আক্রমণাত্মক ছিলেন, ইদানীং সোশ্যাল মিডিয়াতেও ততটাই সক্রিয় ভাজ্জি। পাল্টা দিতেও ছাড়েন না। ২২ অক্টোবর প্রাক্তন আইপিএস সঞ্জীব ভাট একটি টুইট করেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০১৭ ১৫:২৫
Share:

হরভজন সিংহ। —ফাইল চিত্র।

একটু অপেক্ষা। তার পরেই মোক্ষম জবাবটা দিলেন প্রাক্তন ক্রিকেটার হরভজন সিংহ।

Advertisement

প্রশ্নটা তুলেছিলেন প্রাক্তন এক আইপিএস অফিসার। ভারতীয় ক্রিকেট দলে কোনও মুসলিম খেলোয়াড় নেই কেন? ২৪ ঘণ্টার মধ্যেই তার জবাব দিলেন ভাজ্জি। বুঝিয়ে দিলেন এটাই আসলে ভারতীয় দল। টুইটারে লিখলেন, ‘‘যাঁরা দেশের হয়ে ক্রিকেট খেলেন, তাঁরা সকলেই হিন্দুস্তানি।’’ ভাজ্জি যখন এ কথা লিখছেন, ঘটনাচক্রে তার কিছু ক্ষণ আগেই ভারতীয় টি২০ দলে জায়গা করে নিয়েছেন মহম্মদ সিরাজ।

আরও পড়ুন

Advertisement

বিরাটকে টুইট জোনসের, মুহূর্তের মধ্যে ট্রোলড টুইটারে

রস টেলরের হিন্দি টুইট ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

বল হাতে যতটা আক্রমণাত্মক ছিলেন, ইদানীং সোশ্যাল মিডিয়াতেও ততটাই সক্রিয় ভাজ্জি। পাল্টা দিতেও ছাড়েন না। ২২ অক্টোবর প্রাক্তন আইপিএস সঞ্জীব ভাট একটি টুইট করেন। সেখানে তিনি লেখেন, ‘‘এই সময়ে কি ভারতীয় ক্রিকেট দলে কোনও মুসলিম প্লেয়ার আছে? স্বাধীনতার পর এমনটা কত বার হয়েছে যে, ভারতীয় দলে কোনও মুসলিম প্লেয়ার নেই? মুসলিমরা কি ক্রিকেট খেলা বন্ধ করে দিয়েছে? নাকি যাঁরা নির্বাচক, তাঁরা অন্য খেলার নিয়ম মানছেন?’’

দেখুন টুইট

দেখুন টুইটक्या इस समय भारतीय क्रिकेट टीम में कोई मुस्लिम खिलाड़ी है ?आज़ादी से आज तक ऐसा कितनी बार हुआ कि भारत की क्रिकेट हिंदू मुस्लिम सिख ईसाई आपस में है भाई। क्रिकेट टीम में खेलने वाला हर खिलाड़ी हिंदुस्तानी है उसकी जात या रंग की बात नहीं होनी चाहिए (जय भारत) (_)

দেখুন টুইটक्या इस समय भारतीय क्रिकेट टीम में कोई मुस्लिम खिलाड़ी है ?आज़ादी से आज तक ऐसा कितनी बार हुआ कि भारत की क्रिकेट (_)

দেখুন টুইট

দেখুন টুইটक्या इस समय भारतीय क्रिकेट टीम में कोई मुस्लिम खिलाड़ी है ?आज़ादी से आज तक ऐसा कितनी बार हुआ कि भारत की क्रिकेट हिंदू मुस्लिम सिख ईसाई आपस में है भाई। क्रिकेट टीम में खेलने वाला हर खिलाड़ी हिंदुस्तानी है उसकी जात या रंग की बात नहीं होनी चाहिए (जय भारत) (_)

সঞ্জীবকে পাল্টা দিয়ে হরভজন বুঝিয়ে দিয়েছেন, ভারতীয় দলে জাতপাতের রং নিয়ে আসে না কেউই। সেখানে কেউই হিন্দু, মুসলিম, শিখ বা খ্রিস্টান নয়। এই ভারতীয় দলে খেলেছেন পটৌদি থেকে শুরু করে মহম্মদ কাইফ, খেলছেন মহম্মদ শামি থেকে শুরু করে সদ্য সুযোগ পাওয়া মহম্মদ সিরাজও। সঞ্জীবের প্রশ্নের যে কোনও বাস্তব ভিত্তি নেই, ভাজ্জি সে কথাও বুঝিয়ে দিয়েছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন