প্লাজা বনাম মেনজির লড়াই

শনিবার খেলা ছিল খেতাবের লড়াইতে থাকা তিন  ক্লাবের। গোয়ায় চার্চিল ব্রাদার্স বনাম নেরোকা এফ সির ম্যাচ খেলা শেষ হওয়ার পাঁচ মিনিট আগে নাটকীয় মোড় নিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০১৯ ০৪:২৬
Share:

জমে উঠেছে উইলিস প্লাজা বনাম পেদ্রো মেনজির লড়াই। —ফাইল চিত্র।

সর্বোচ্চ গোলদাতার ট্রফি জেতার দৌড়ে উইলিস প্লাজা বনাম পেদ্রো মেনজির লড়াই জমে উঠেছে। নিজেদের দলকে জেতানোর পাশাপাশি পাল্লা দিয়ে গোল সংখ্যা বাড়িয়ে নিচ্ছেন ওঁরা। দু’জনেই করে ফেলেছেন ১৩ গোল।

Advertisement

শনিবার খেলা ছিল খেতাবের লড়াইতে থাকা তিন ক্লাবের। গোয়ায় চার্চিল ব্রাদার্স বনাম নেরোকা এফ সির ম্যাচ খেলা শেষ হওয়ার পাঁচ মিনিট আগে নাটকীয় মোড় নিল। ভামে কোলনের গোলে ৮৫ মিনিট পর্যন্ত এগিয়ে ছিল নেরোকা। কিন্তু খেলা শেষ হওয়ার পাঁচ মিনিট আগে চার্চিলের উইলিস প্লাজা ১-১ তো করে সমতায় ফেরালেন দলকে। তারপর অতিরিক্ত সময়ে ফের গোল করে জেতালেনও।

অন্য দিকে রিয়াল কাশ্মীর এ দিন ১-০ হারিয়ে দিল শিলং লাজংকে। চার্চিল এবং রিয়ালের পয়েন্ট (২৫) এক হলেও গোল পার্থক্যে তিন নম্বরে থাকল কাশ্মীর।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement