সমালোচনা শক্তিশালী করেছে, বলছেন নায়ক

রবিবার কল্যাণী স্টেডিয়ামে মোহনবাগানের বিরুদ্ধে জোড়া গোল করেছেন। দলকে তুলে নিয়ে গিয়েছেন লিগ টেবলের শীর্ষ স্থানে। ২ ম্যাচে ৬ পয়েন্ট চার্চিলের। ম্যাচের পরে আশ্চর্যরকম শান্ত প্লাজ়া।W

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০১৯ ০৬:০০
Share:

উইলিস প্লাজ়া। ফাইল চিত্র।

বছর দু’য়েক আগে ব্যর্থতার গ্লানি নিয়ে ইস্টবেঙ্গল ছেড়ে চার্চিল ব্রাদার্সে যোগ দিয়েছিলেন তিনি। সেই উইলিস প্লাজ়াই এখন গোয়ার দলকে তৃতীয় বার আই লিগে চ্যাম্পিয়ন করার স্বপ্ন দেখাচ্ছেন।

Advertisement

রবিবার কল্যাণী স্টেডিয়ামে মোহনবাগানের বিরুদ্ধে জোড়া গোল করেছেন। দলকে তুলে নিয়ে গিয়েছেন লিগ টেবলের শীর্ষ স্থানে। ২ ম্যাচে ৬ পয়েন্ট চার্চিলের। ম্যাচের পরে আশ্চর্যরকম শান্ত প্লাজ়া। ম্যান অব দ্য ম্যাচের ট্রফি হাতে নিয়ে কোচ বের্নার্দো তাবেজের সঙ্গে সাংবাদিক বৈঠকে এসে চার্চিলের জয়ের নায়ক বললেন, ‘‘অতীত আমি মনে রাখি না। তাই কাউকে জবাব দেওয়ার নেই।’’ ইস্টবেঙ্গলে খেলার সময় ক্ষতবিক্ষত হন সমর্থকদের সমালোচনায়। চার্চিলে যোগ দেওয়ার পরেই নিজেকে বদলে ফেলেছেন প্লাজ়া। বললেন, ‘‘খেলোয়াড়দের উত্থান-পতন থাকবে। কিন্তু সমালোচনা আমাকে শক্তিশালী করেছে। ঘুরে দাঁড়াতে উদ্বুদ্ধ করেছে।’’ নিজের সাফল্যের রাতে প্লাজ়া পাশে দাঁড়ালেন মোহনবাগান ডিফেন্ডার ড্যানিয়েল সাইরাসের। ২-৪ হারের পরে ড্যানিয়েলকেই মূলত কাঠগড়ায় তুলছেন মোহনবাগান সমর্থকেরা। প্লাজ়া বলছেন, ‘‘ত্রিনিদাদ ও টোব্যাগো জাতীয় দলে ড্যানিয়েল আমার সতীর্থ। ওর বিরুদ্ধে কিছু বলব না। তা ছাড়া একা ওকে কেন দায়ী করা হবে? ওদের চার নম্বর জার্সি পরা ডিফেন্ডার (ফ্রান মোরান্তে) তো আমার কাজটা অনেক

সহজ করে দিয়েছিল।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন