wimbledon 2021

Wimbledon: উইম্বলডন ফাইনালে জোকোভিচ, ফেডেরার, নাদালকে ছুঁতে দরকার আর একটি জয়

প্রত্যাশামতোই উইম্বলডনের ফাইনালে উঠে গেলেন নোভাক জোকোভিচ। শুক্রবার সেমিফাইনালে তিনি হারিয়ে দিলেন কানাডার ডেনিস শাপোভালভকে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১০ জুলাই ২০২১ ০০:১৩
Share:

জিতে উল্লাস জোকোভিচের। ছবি টুইটার

প্রত্যাশামতোই উইম্বলডনের ফাইনালে উঠে গেলেন নোভাক জোকোভিচ। শুক্রবার সেমিফাইনালে তিনি হারিয়ে দিলেন কানাডার ডেনিস শাপোভালভকে। জোকোভিচ জিতেছেন ৭-৬ (৭-৩), ৭-৫, ৭-৫ গেমে। ফাইনালে তাঁর মুখোমুখি ইটালির মাত্তেয়ো বেরেত্তিনি।

Advertisement

এই নিয়ে ৩০তম গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠলেন জোকোভিচ। জিতেছেন ১৯টি। রবিবার বেরেত্তিনিকে হারাতে পারলেই রজার ফেডেরার, রাফায়েল নাদালের ২০টি গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড স্পর্শ করবেন তিনি। ইউএস ওপেন জিতলে দু’জনকেই টপকে যাবেন। শুধু তাই নয়, এক বছরে সবক’টি গ্র্যান্ড স্ল্যাম জয়ের নজিরও গড়তে পারবেন।

দশম বাছাই শাপোভালভ তাঁকে কঠিন লড়াই দেবেন, এটাই প্রত্যাশা ছিল। প্রথম সেটে সেরকম লড়াই দেখাও গিয়েছিল। কিন্তু দ্বিতীয় এবং তৃতীয় সেটে সেই সুযোগ দেননি জোকোভিচ। প্রথম রাউন্ডের প্রথম ম্যাচে জ্যাক ড্রেপারের বিরুদ্ধে একটি সেট হারিয়েছিলেন তিনি। তারপর থেকে কোনও প্রতিপক্ষই জোকোভিচের থেকে সেট কাড়তে পারেননি।

Advertisement

শুক্রবারের ম্যাচে গ্যালারি ছিল কানায় কানায় পূর্ণ। দেখা গিয়েছে অনেক বিখ্যাত মানুষকেও। ছিলেন ইংল্যান্ডের প্রাক্তন ফুটবলার ডেভিড বেকহ্যাম। জার্মানির প্রাক্তন টেনিস তারকা বরিস বেকারের সঙ্গে বসেছিলেন প্রাক্তন জার্মান অধিনায়ক য়ুরগেন ক্লিন্সম্যান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন