চমক সনিয়ার, আজ নামছেন মেরি কম

হরিয়ানার ভিওয়ানি জেলার নিমরি গ্রামের কৃষক কন্যা সনিয়ার দাপট দেখা গেল শনিবার বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে। ৫৭ কেজি বিভাগে তিনি প্রি-কোয়ার্টার ফাইনালে উঠলেন মরক্কোর দোয়া তৌজানিকে হারিয়ে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০১৮ ০৫:০৭
Share:

মেরি কম। ছবি: সংগৃহীত।

হরিয়ানার ভিওয়ানি জেলার নিমরি গ্রামের কৃষক কন্যা সনিয়ার দাপট দেখা গেল শনিবার বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে। ৫৭ কেজি বিভাগে তিনি প্রি-কোয়ার্টার ফাইনালে উঠলেন মরক্কোর দোয়া তৌজানিকে হারিয়ে। একুশ বছর বয়সি এই বক্সারকে জিততে সাহায্য করল তাঁর রক্ষণাত্মক কৌশল। প্রতিটি রাউন্ডেই তিনি মরক্কোর প্রতিপক্ষকে সামান্য পয়েন্টে হলেও ছাপিয়ে যান।

Advertisement

সনিয়া এর আগে কখনও এত বড় কোনও প্রতিযোগিতায় অংশ নেননি। ২০১৬ সালে তিনি জাতীয় আসরে নিজের ওজন বিভাগে সোনা জেতেন। গত বছর তাঁকে সার্বিয়া কাপের জন্য ভারতীয় দলে নেওয়া হয়। এবং সেখান থেকেও সোনা জিতে ফেরেন। এ ছাড়া বক্সিংয়ের আরও একটি বড় আসরে তিনি ব্রোঞ্জ জেতেন।

প্রথম ম্যাচে জিতে সনিয়া বললেন, ‘‘আমি প্রতিদ্বন্দ্বীর থেকে একটু দূরত্ব রেখে রক্ষণাত্মক লড়তে ভালবাসি। আমার কোচেরাও আমাকে এ ভাবেই খেলে যেতে বলে থাকেন। প্রতিপক্ষই আমার দিকে এগিয়ে আসবে আর আমি পাল্টা মারব। এটাই আমার কৌশল। আজও সেটাই করেছি।’’

Advertisement

এ দিকে, রবিবার বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে ষষ্ঠ খেতাবের লক্ষ্যে অভিযান শুরু করছেন লন্ডন অলিম্পিক্সে ব্রোঞ্জ জয়ী মেরি কম। ৪৮ কেজি বিভাগে তাঁর প্রতিপক্ষ কাজাখস্তানের আইগেরিম কাসানায়েভা। বছরের শুরুতে কমনওয়েলথ গেমসে সোনা জিতেছিলেন মেরি। এর আগে এশীয় চ্যাম্পিয়নশিপও জিতেছেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন