Sport News

ডগলাসের চোটে অস্বস্তি ব্রাজিলে

অনুশীলন নামেই। মার্সেলো-সহ কয়েক জন সময় কাটালেন ‘টেক বল’ খেলে। কাজিমিরো মেতে উঠলেন বছর চারেকের মেয়ের সঙ্গে খেলতে। তিতেও উপভোগ করছিলেন দারুণ ভাবে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৪ জুন ২০১৮ ০৬:৩৯
Share:

ছবি: রয়টার্স।

কোস্টা রিকার বিরুদ্ধে দুরন্ত জয়ের পরে ব্রাজিল অন্দরমহলের ছবিটাই বদলে গিয়েছিল। শনিবার বাধ্যতামূলক অনুশীলন ছিল না ব্রাজিল শিবিরে। সোচির প্রস্তুতি শিবিরে মার্সেলো ভিয়েরো, কাজিমিরো-রা মাঠে নামলেও দেখা যায়নি নেমার দ্য সিলভা স্যান্টোস (জুনিয়র)-কে।

Advertisement

অনুশীলন নামেই। মার্সেলো-সহ কয়েক জন সময় কাটালেন ‘টেক বল’ খেলে। কাজিমিরো মেতে উঠলেন বছর চারেকের মেয়ের সঙ্গে খেলতে। তিতেও উপভোগ করছিলেন দারুণ ভাবে। কিন্তু ব্রাজিল শিবিরের স্বস্তি উধাও হয়ে গেল ডগলাস কোস্তার চোটের খবরে। কোস্টা রিকার বিরুদ্ধে দ্বিতীয়ার্ধের শুরুতেই উইলিয়ানকে তুলে ডগলাসকে নামিয়েছিলেন তিতে। ম্যাচের মধ্যেই পায়ের পেশিতে চোট পান ব্রাজিল ফরোয়ার্ড। তখনও বোঝা যায়নি ডগলাসের চোট কতটা গুরুতর। শনিবার ডাক্তারি পরীক্ষার পরে জানা গিয়েছে, সার্বিয়ার বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচে খেলতে পারবেন না তিনি। এ ছাড়াও খেলতে পারবেন না দানিলো।

সার্বিয়ার বিরুদ্ধে ব্রাজিলের ম্যাচ ২৭ জুন মস্কোর স্পার্টাক স্টেডিয়ামে। তবে এই দুই তারকা সোচিতে দলের বেসক্যাম্পেই থাকবেন। শনিবার ব্রাজিল জাতীয় দলের ডাক্তার রদ্রিগো লাসমার বলেছেন, ‘‘সার্বিয়া ম্যাচ খেলতে ডগলাস ও দানিলোকে দলের সঙ্গে নিয়ে যাওয়া হচ্ছে না। ওরা সোচিতেই থাকবে। কারণ, এখানকার চিকিৎসা ব্যবস্থা উন্নত।’’

Advertisement

কোস্টা রিকার বিরুদ্ধে চোট পাওয়ার পরেও মাঠ ছাড়েননি ডগলাস। পুরো ম্যাচ খেলেন। ৯৭ মিনিটে তাঁর পাস থেকে গোল করেন নেমার। অভিভূত ব্রাজিল জাতীয় দলের ডাক্তার বলেছেন, ‘‘ডগলাসের দায়বদ্ধতায় আমরা মুগ্ধ। একবারের জন্যেও বলেনি যে, চোট পেয়েছে। ম্যাচ শেষ হওয়ার পরে চোটের খবর আমাদের জানায়।’’ কবে মাঠে ফিরবেন ডগলাস? লাসমার বলেছেন, ‘‘এই ধরনের চোট নিয়ে ভবিষ্যদ্বাণী করা যায় না। তাই বলা সম্ভব নয়, ঠিক কবে মাঠে ফিরতে পারবে ডগলাস। তবে আশা করছি, ও দ্রুত সুস্থ হয়ে উঠবে।’’ যদিও ব্রাজিলের সংবাদমাধ্যমের একাংশের দাবি, এই বিশ্বকাপে ডগলাসের মাঠে নামার সম্ভাবনা ক্ষীণ। দানিলো কবে ফিরবেন? লাসমার বলছেন, ‘‘দানিলোরও চোট পেশিতে। তবে ওর আঘাত খুব একটা গুরুতর নয়। দ্রুত ও মাঠে ফিরবে।’’

কোস্টা রিকা ম্যাচে ব্রাজিলের অধিনায়ক ছিলেন থিয়াগো সিলভা। তিনি অবশ্য এই মুহূর্তে চ্যাম্পিয়ন হওয়া ছাড়া অন্য কিছু নিয়ে ভাবতে নারাজ। থিয়াগো বলেছেন, ‘‘আমাদের এই দলটার সব চেয়ে ইতিবাচক দিক হচ্ছে, শেষ পর্যন্ত লড়াই করে যাওয়া। আমাদের পাখির চোখ এখন বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়া।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন