প্রতীকী চিত্র।
চুক্তির ভিত্তিতে কাজের সুযোগ মিলবে শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্টে। বৃহস্পতিবার বিজ্ঞপ্তির মাধ্যমে পোর্টের তরফে এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জানানো হয়েছে, নিয়োগ হবে চুক্তির ভিত্তিতে। পোর্টের হলদিয়া ডক কমপ্লেক্স এবং কলকাতা ডক সিস্টেম— দু’টি স্থানেই নিযুক্তদের পোস্টিং দেওয়া হবে। প্রার্থীদের থেকে অফলাইনে আবেদনপত্র জমা নেওয়া হবে।
পোর্টের তরফে নিয়োগ হবে সিনিয়র ম্যানেজার এবং ম্যানেজার পদে। শূন্যপদ চারটি। তাঁদের পোর্টের কর্পোরেট লিগ্যাল এবং এনভায়রনমেন্ট অ্যান্ড সেফটি বিভাগে কাজ করতে হবে। কর্মীদের কাজের মেয়াদ থাকবে তিন বছর।
সিনিয়র ম্যানেজার পদের জন্য বেতন স্থির করা হয়েছে মাসে ১,৬০,০০০ টাকা। অন্য দিকে, ম্যানেজার পদে বেতন হবে মাসে ১,২০,০০০ টাকা।
আবেদনকারীদের জন্য বয়সের ঊর্ধ্বসীমা ৪০ বা ৪৫ বছর। কর্পোরেট লিগ্যাল বিভাগে সিনিয়র ম্যানেজার পদে কাজের জন্য প্রার্থীদের আইনে স্নাতক বা স্নাতকোত্তরের পর ১০ বছরের পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে।
চাকরিপ্রার্থীদের বিজ্ঞপ্তি অনুযায়ী ফরম্যাটে আবেদনপত্র-সহ অন্য নথি উল্লিখিত ঠিকানায় পাঠিয়ে আবেদন করতে হবে। আগামী ৭ জানুয়ারি আবেদনের শেষ দিন। এর পর লিখিত পরীক্ষা, দক্ষতা পরীক্ষা, ইন্টারভিউয়ের মাধ্যমে সংশ্লিষ্ট পদে নিয়োগ হবে। এ বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।