Job Opportunities in IB

সত্যান্বেষণে আগ্রহী! ব্যোমকেশ বা ফেলুদার মতো নয়, বাঁধা-বেতনে গোয়েন্দার চাকরি মিলবে কী করে?

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে কাজ করে ইন্টেলিজেন্স ব্যুরো (আইবি)। দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা সুরক্ষিত রাখার দায়ভার অনেকটাই থাকে তাদের উপর।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০২৫ ১৪:৫৯
Share:

প্রতীকী চিত্র।

ফেলুদা বা ব্যোমকেশের মতো সত্যান্বেষণের শখ! চাইলে সেই শখই হয়ে উঠতে পারে রোজগারের পথ। তবে শুধু ‘প্রাইভেট ডিটেক্টিভ’ নয়। একেবার সরকারি চাকরিও মিলে যেতে পারে। এর মধ্যে অন্যতম কেন্দ্রীয় ইন্টেলিজেন্স ব্যুরো বা কেন্দ্রীয় গোয়েন্দা দফতরের চাকরি।

Advertisement

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে কাজ করে ইন্টেলিজেন্স ব্যুরো (আইবি)। দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা সুরক্ষিত রাখার দায়ভার অনেকটাই থাকে তাদের উপর। সে ক্ষেত্রে জঙ্গী আক্রমণ সংক্রান্ত তথ্য অনুসন্ধান থেকে শুরু করে আসন্ন কোনও আক্রমণের তথ্য জোগাড় করতে হয় তাদের। আবার নিরাপত্তার স্বার্থে কী ধরনের পদক্ষেপ করতে হবে, সে দিকে নজর রাখাও তাদের কাজ।

এই সংস্থায় কোন কোন পদে নিয়োগ হয়, কেমন যোগ্যতা প্রয়োজন— রইল তারই খুঁটিনাটি।

Advertisement

উল্লেখযোগ্য পদ:

১। অ্যাসিস্ট্যান্ট সেন্ট্রাল ইন্টেলিজেন্স অফিসার (এসিআইও) গ্রেড ২ এগ্‌জ়িকিউটিভ

২। সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এগ্‌জ়িকিউটিভ

৩। জুনিয়র ইন্টেলিজেন্স অফিসার টেকনিক্যাল

৪। মাল্টিটাস্কিং স্টাফ

শিক্ষাগত যোগ্যতা :

এসিআইও পদের জন্য চাকরিপ্রার্থীদের কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হতে হবে।

জুনিয়র ইন্টেলিজেন্স পদের জন্য প্রার্থীদের ইঞ্জিনিয়ারিং এবং বিজ্ঞানের নানা বিষয়ে ডিপ্লোমা বা ব্যাচেলর্স ডিগ্রি থাকতে হবে।

অন্য দিকে, সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এবং মাল্টিটাস্কিং অ্যাসিস্ট্যান্ট পদের জন্য চাকরিপ্রার্থীদের দশম শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

কাজের অভিজ্ঞতা:

সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট বা মাল্টিটাস্কিং স্টাফ পদে আবেদনের জন্য কাজের অভিজ্ঞতা থাকলে ভাল। তবে তা আবশ্যিক নয়। বাকি পদগুলির জন্য কোনও অভিজ্ঞতা না থাকলেও আবেদন করা যাবে।

বয়ঃসীমা:

জুনিয়র ইন্টেলিজেন্স অফিসার, সিনিয়র ইন্টেলিজেন্স অফিসার এবং সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন জানাতে বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে। মাল্টিটাস্কিং স্টাফ পদে আবেদন জানাতে প্রার্থীদের বয়স ২৫ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত পদপ্রার্থীদের জন্য থাকবে বয়সের ছাড়।

জাতিগত পরিচয়:

আবেদনকারীদের সকলকেই ভারতীয় নাগরিক হতে হবে।

বাছাই প্রক্রিয়া:

অ্যাসিস্ট্যান্ট সেন্ট্রাল ইন্টেলিজেন্স অফিসার এবং সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট পদে আবেদনকারীদের যোগ্যতা যাচাই করা হয় তিনটি ধাপে। প্রথম ধাপে অবজেক্টিভধর্মী প্রশ্নের উপর লিখিত পরীক্ষা নেওয়া হয়। দ্বিতীয় ধাপে দিতে হয় ব্যাখ্যামূলক উত্তরের পরীক্ষা। শেষ ধাপে দিতে হবে ইন্টারভিউ।

জুনিয়র ইন্টেলিজেন্স অফিসার পদে অনলাইন পরীক্ষা, দক্ষতা পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করা হবে।

মাল্টিটাস্কিং স্টাফ পদে আবেদনের জন্য এমসিকিউধর্মী প্রশ্নের উপর অনলাইন পরীক্ষা, লিখিত পরীক্ষা এবং নথি যাচাইয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করা হবে।

বেতন কাঠামো:

এসিআইও পদে মাসে ৪৪,৯০০ থেকে ১,৪২,৪০০ টাকা বেতন হতে পারে।

সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট পদে বেতনের পরিমাণ মাসে ২১,৭০০ থেকে ৬৯,১০০ টাকা।

জুনিয়র ইন্টেলিজেন্স অফিসারদের বেতন মাসে ২৫,৫০০ থেকে ৮১,১০০ টাকা।

মাল্টিটাস্কিং স্টাফদের বেতন হবে মাসে ১৮,০০০ থেকে ৫৬,৯০০ টাকা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement