রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির, বেলুড়। ছবি: সংগৃহীত।
কলেজ পড়ুয়াদের নানা বিষয়ে প্রশিক্ষণ দেবে বেলুড়ের রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির। সব বিষয়ে অনলাইনেই প্রশিক্ষণ দেওয়া হবে পড়ুয়াদের। বিজ্ঞপ্তির মাধ্যমে তেমনটাই জানানো হয়েছে। আগ্রহীরা অনলাইনেই আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের তরফে ‘সামার ইন্টার্নশিপ’ বা গ্রীষ্মকালীন প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। আগামী বছর ১৫ মে থেকে ৩০ জুন পর্যন্ত প্রশিক্ষণ দেওয়া হবে বাংলা ছন্দজ্ঞান এবং আবৃত্তিশিল্প, বাংলা লিটল ম্যাগাজিন, ট্রমা ও সাহিত্য, স্পেশ্যাল থিয়োরি রিলেটিভিটি, বায়োইনফরমেটিক্স অ্যান্ড স্ট্রাকচারাল বায়োলজি-সহ নানা বিষয়ে। অনলাইনেই চলবে প্রশিক্ষণ।
প্রতিষ্ঠানের পড়ুয়ারা ছাড়াও রাজ্যের অন্য কলেজ-বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারাও যোগ দিতে পারবেন প্রশিক্ষণ কর্মসূচিতে। এমনকি কর্মরতরাও পাবেন সুযোগ। আগ্রহীরা বিজ্ঞপ্তিতে উল্লিখিত লিঙ্কে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া চলবে ১৮ ডিসেম্বর থেকে আগামী বছরের ৩১ মার্চ পর্যন্ত। এ বিষয়ে বিস্তারিত জানা যাবে মূল বিজ্ঞপ্তি থেকে।