প্রতীকী চিত্র।
কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়ে স্নাতকোত্তরের (এমসিএ) জন্য রাজ্য স্তরে আয়োজন করা হয় জেকা (জয়েন্ট এন্ট্রান্স এগজ়ামিনেশন ফর এমসিএ)-র। চলতি বছরের পরীক্ষার ফলঘোষণা করা হয় নভেম্বর মাসে। মঙ্গলবার ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এগ্জ়ামিনেশন বোর্ড (ডব্লিউবিজেইইবি)-র তরফে প্রকাশ করা হল ভর্তির কাউন্সেলিংয়ের সূচি।
বোর্ডের তরফে জানানো হয়েছে, মোট দু’টি রাউন্ডে কাউন্সেলিং সম্পন্ন হবে। রেজিস্ট্রেশনের জন্য পরীক্ষায় উত্তীর্ণদের ৫০০ টাকা জমা দিতে হবে। বরাদ্দ আসনে ভর্তি হলে জমা দিতে হবে ৫,০০০ টাকা। যাঁরা প্রথম রাউন্ডে কোনও আসনে ভর্তির সুযোগ পাবেন না, তাঁদের জন্য দ্বিতীয় রাউন্ডে আসন বরাদ্দ করা হবে।
প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী ১২ ডিসেম্বর থেকে এমসিএ-তে ভর্তির কাউন্সেলিংয়ের প্রথম রাউন্ড শুরু করা হবে। চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। এই সময়সীমার মধ্যেই নিজেদের পছন্দের কলেজ বেছে নিতে পারবেন পড়ুয়ারা। বরাদ্দ আসনের ফল ঘোষণা করা হবে ১৭ ডিসেম্বর। পড়ুয়ারা নির্দিষ্ট আসনে ভর্তি হলে তার জন্য বরাদ্দ অর্থ জমা দিতে হবে ১৭ থেকে ২১ ডিসেম্বরের মধ্যে। এর পর দ্বিতীয় রাউন্ডের বরাদ্দ আসনের ফল ঘোষণা করা হবে ২৩ ডিসেম্বর। বরাদ্দ আসনে ভর্তি হলে নির্ধারিত ফি জমা দিতে হবে ২৩ থেকে ২৬ ডিসেম্বরের মধ্যে।
উল্লেখ্য, চলতি বছরে গত ১৯ অক্টোবর জেকা-র আয়োজন করা হয়। পরীক্ষা ফল ঘোষণা করা হয় ১৭ নভেম্বর।