IOCL Recruitment 2025

৫০৯ জন শিক্ষানবিশ খুঁজছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, পোস্টিং পশ্চিমবঙ্গ-সহ অন্য রাজ্যে

নিযুক্তদের ১৯৬১ সালের বিধি মেনেই প্রতি মাসে বৃত্তি দেওয়া হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৫ ১৯:১৭
Share:

ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড। ছবি: সংগৃহীত।

দেশের পূর্বাঞ্চলে শিক্ষানবিশ নিয়োগ করবে রাষ্ট্রায়ত্ত সংস্থা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড (আইওসিএল)। রয়েছে ৫০০-র বেশি শূন্যপদ। নিযুক্তদের কর্মস্থল হবে দেশের বিভিন্ন রাজ্য। সম্প্রতি এমনটা জানিয়ে সংস্থার তরফে নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

Advertisement

সংস্থায় নিয়োগ হবে ট্রেড অ্যাপ্রেন্টিস, টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস এবং গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস (শিক্ষানবিশ) পদে। মোট শূন্যপদের সংখ্যা ৫০৯। নিযুক্তেরা পশ্চিমবঙ্গ, বিহার, ওড়িশা, ঝাড়খণ্ড, অসম, সিকিম, ত্রিপুরা-সহ অন্য রাজ্যে কাজের সুযোগ পাবেন। শিক্ষানবিশদের সংস্থার ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল, ইনস্ট্রুমেন্টেশন, ইলেকট্রনিক্স-সহ অন্য বিভাগে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ চলবে এক বছর ধরে।

বিভিন্ন পদে আবেদনকারীদের বয়স ১৮ থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণিভুক্তদের ক্ষেত্রে বয়সের ছাড় থাকবে। নিযুক্তদের ১৯৬১ সালের বিধি মেনেই প্রতি মাসে বৃত্তি দেওয়া হবে।

Advertisement

বিভিন্ন পদে আবেদনের জন্য যোগ্যতার মাপকাঠি ভিন্ন। কিছু পদে মাধ্যমিক উত্তীর্ণ হওয়ার পর আইটিআই পাশের শংসাপত্র থাকতে হবে। আবার কয়েকটি পদে নানা বিষয়ে ডিপ্লোমা বা স্নাতক যোগ্যতা থাকতে হবে। প্রার্থীদের যোগ্যতার ভিত্তিতেই সমস্ত পদে নিয়োগ হবে। তার আগে করা হবে নথি যাচাই।

চাকরিপ্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত ওয়েবসাইটে গিয়ে নাম নথিভুক্ত করার পর সংস্থার ওয়েবসাইটে গিয়েও আবেদন জানাতে হবে। সমস্ত নথি-সহ নিজেদের নাম নথিভুক্ত করতে হবে। আগামী ৯ জানুয়ারি আবেদনের শেষ দিন। যোগ্যতার শর্তাবলি সবিস্তার জানতে প্রার্থীদের সংস্থার ওয়েবসাইট থেকে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement