আপনি কি ফুটবল পাগল? এই বিশ্বকাপ কুইজে নিজেকে প্রমাণ করুন

অপেক্ষা আর মাত্র কয়েক দিনের। আর তার পরেই শুরু হচ্ছে ‘বিশ্বযুদ্ধ’। ১৪ জুন রাশিয়ায় শুরু হওয়া ৩২ দেশের এই যুদ্ধের ফল জানা যাবে ১৫ জুলাই। লিওনেল মেসি থেকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো থেকে হ্যারি কেন বা মহম্মদ সালাহ— আপনার পছন্দের প্রায় সব ফুটবলারকেই দেখতে পাবেন এখানে। কিন্তু ফুটবলের কত বড় ফ্যান আপনি? দেখুন তো, নীচের কুইজের ক’টা প্রশ্ন সঠিক দিতে পারছেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩০ মে ২০১৮ ১২:১৩
Share:

অপেক্ষা আর মাত্র কয়েক দিনের। আর তার পরেই শুরু হচ্ছে ‘বিশ্বযুদ্ধ’। ১৪ জুন রাশিয়ায় শুরু হওয়া ৩২ দেশের এই যুদ্ধের ফল জানা যাবে ১৫ জুলাই। লিওনেল মেসি থেকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো থেকে হ্যারি কেন বা মহম্মদ সালাহ— আপনার পছন্দের প্রায় সব ফুটবলারকেই দেখতে পাবেন এখানে। কিন্তু ফুটবলের কত বড় ফ্যান আপনি? দেখুন তো, নীচের কুইজের ক’টা প্রশ্ন সঠিক দিতে পারছেন।

Advertisement

১) ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পুরো নাম কী?

২) সবচেয়ে বেশি বার বিশ্বকাপ ফুটবল জিতেছে কোন দেশ?

Advertisement

৩) কোন বছর এবং কোন দেশে প্রথম বিশ্বকাপ শুরু হয়?

৪) বিশ্বকাপ ফুটবলে সব মিলিয়ে সবচেয়ে বেশি গোল করেছেন কোন ফুটবলার?

৫) একটি টুর্নামেন্টে সবচেয়ে বেশি গোল করেছেন কোন ফুটবলার?

৬) সবচেয়ে কম বয়সে বিশ্বকাপ খেলার নজির রয়েছে কার দখলে?

৭) সবচেয়ে বেশি বয়সে বিশ্বকাপ খেলার রেকর্ড কার দখলে রয়েছে?

৮) কোন দেশ এখনও পর্যন্ত সব বিশ্বকাপ খেলেছে?

৯) কোন ফুটবলার তিন বার বিশ্বকাপ ফাইনাল খেলেছেন?

১০) বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক করেছিলেন কে?

আরও পড়ুন: যৌন সংসর্গ নয়, কড়া বার্তা লো-র

দেখুন তো ক’টা উত্তর ঠিক হল

১) ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ডস স্যান্টোস অ্যাভেইরো

২) ব্রাজিল (৫ বার)।

৩) ১৯৩০, উরুগুয়ে।

৪) মিরোস্লাভ ক্লো‌জে (১৬ গোল), জার্মানি।

৫) জাস্ট ফন্টেন, ফ্রান্স (১৩ গোল, ১৯৫৮)।

৬) নর্মান হোয়াইটসাইড, নর্দার্ন আয়ারল্যান্ড (১৭ বছর ১ মাস ১০ দিন, ১৯৮২ স্পেন বিশ্বকাপ)।

৭) ফ্যারিড মনড্রাগন, কলম্বিয়া (৪৩ বছর ৩ দিন, ২০১৪ বিশ্বকাপ)

৮) ব্রাজিল।

৯) কাফু, ব্রাজিল।

১০) বার্ট পাটেনাউদে, মার্কিন যুক্তরাষ্ট্র, ১৯৩০ বিশ্বকাপ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন