নক-আউট পর্বে পৌঁছবেন, বিশ্বাস জার্মান অধিনায়কের

গ্রুপ ‘এফ’-এর প্রথম ম্যাচে লুঝনিকি স্টেডিয়ামে ০-১ হারে জার্মানি। পিএসভি আইন্দোভেনের স্ট্রাইকার ইরভিং লোসানো প্রথমার্ধে দলের জয়সূচক গোল করেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২০ জুন ২০১৮ ০৪:৩৮
Share:

প্রত্যয়ী: প্রথম ম্যাচে হারের ধাক্কা কাটিয়ে উঠতে মরিয়া নয়্যার। ছবি: এএফপি

‘ঘুম ভেঙে ওঠা’র সঙ্কেত। এ ভাবেই রবিবার বিশ্ব চ্যাম্পিয়নদের মেক্সিকোর বিরুদ্ধে অপ্রত্যাশিত হারকে দেখছেন মানুয়েল নয়্যার।

Advertisement

জার্মান অধিনায়ক মঙ্গলবার সংবাদমাধ্যমের মুখোমুখি হন। সেখানেই তিনি বলেন গ্রুপের বাকি দুই ম্যাচ অর্থাৎ সুইডেন এবং‌ দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে লড়াই এখন তাঁদের কাছে ‘ফাইনাল’।

গ্রুপ ‘এফ’-এর প্রথম ম্যাচে লুঝনিকি স্টেডিয়ামে ০-১ হারে জার্মানি। পিএসভি আইন্দোভেনের স্ট্রাইকার ইরভিং লোসানো প্রথমার্ধে দলের জয়সূচক গোল করেন। দুই জার্মানি এক হওয়ার পরে বিশ্বকাপের প্রথম ম্যাচে জার্মানরা কখনও হারেনি। তাই ফুটবল বিশ্বজুড়ে হইচই পড়ে যায়। তুমুল সমালোচনার মুখে পড়েন ওয়াকিম লো-র দল। তাঁর নীতির বিরুদ্ধে মুখ খোলেন দলের সেন্টার ব্যাক মাতস হুমেলসও।

Advertisement

মঙ্গলবার তাই জার্মান অধিনায়ক হার নিয়ে কী বলেন আগ্রহ ছিল। ‘‘মেক্সিকো আমাদের যে সমস্যায় ফেলে দিয়েছিল, তার কোনও সমাধান আমরা খুঁজে পাইনি। আমাদের কাছে এটা ঘুম ভেঙে উঠে দাঁড়ানোর সঙ্কেত।’’ তিনি আরও বলেন, ‘‘মেক্সিকোর কাছে এ রকম হারের পরেও দলের মনোবল অটুট রয়েছে। এটা খুব ভাল লক্ষণ। আমরা মাঠে নামতে মুখিয়ে রয়েছি। আমাদের আর দ্বিতীয় সঙ্কেত লাগবে না। আমরা বিশ্বাস করি নক আউট পর্বে পৌঁছতে পারব। গ্রুপের বাকি দুটো ম্যাচ আমাদের কাছে ফাইনাল।’’

সাংবাদিক বৈঠকে প্রায় এক ঘণ্টা দেরিতে পৌঁছন নয়্যার। কেন দেড়ি হল, জানতে চাইলে নয়্যার স্বীকার করে নেন, এই সঙ্কটময় পরিস্থিতি থেকে ঘুড়ে দাঁড়ানোর আলোচনা চলছিল দলের। ‘‘দীর্ঘ টিম মিটিং হল। দেরি হওয়ার জন্য তাই ক্ষমা চাইছি। আমরাই নিজেদের সবচেয়ে কঠিন সমালোচক। যা খেলেছি সে দিন তাতে আমরা হতাশ।’’ সঙ্গে তিনি আরও যোগ করেন, ‘‘দলের রক্ষণ আর আত্মবিশ্বাসের অভাব নিয়ে কথা হয়েছে আমাদের। কেন আত্মবিশ্বাসের অভাব ছিল সেটা বলতে পারব না।’’

শোনা যাচ্ছিল, জার্মান দলের ২০১৭ ফিফা কনফেডারেশনস কাপ জয়ী ফুটবলাররা এবং ২০১৪ বিশ্বকাপ জয়ী ফুটবলারদের মধ্যে বিভাজন রয়েছে। নয়্যার অবশ্য সে কথা অস্বীকার করেন। ‘‘দলে কোনও বিভাজন নেই। কনফেডারেশনস কাপ জয়ী দলের ফুটবলাররাও দলের সদস্য। আর আমার মনে হয়, এর পরে সোচি উড়ে যাওয়াটা দলের জন্য ভাল। একটা নতুন শহরে নতুন অভিজ্ঞতার সামনে পড়তে আমাদের ভালই লাগবে।’’

শনিবার সোচিতে জার্মানির লড়াই সুইডেনের বিরুদ্ধে। যাঁরা প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ১-০ হারিয়েছে। নয়্যার বলেন, ‘‘আমি নিশ্চিত সুইডেনের বিরুদ্ধে আমরা অন্য রকম খেলা দেখাতে পারব। দেখিয়ে দিতে হবে কী আমাদের শক্তিশালী করে তোলে। আশা করি সেটা দেখাতে পারব। যদিও এটা জানি, এত সহজে সব পাল্টে দেওয়া যায় না।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement