এই হারই প্রাপ্য ছিল, মত ক্ষুব্ধ ওয়াকিমের

এমনিতে এই একবিংশ শতাব্দীতে এসে দেখা যাচ্ছে, চ্যাম্পিয়নদের অভিশাপ তাড়া করছে আগের বারের ট্রফিজয়ী দলগুলোকে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৮ জুন ২০১৮ ০৪:৪৪
Share:

ক্ষিপ্ত বললেও কম বলা হবে। জার্মানির কোচ ওয়াকিম লো বিশ্বকাপ থেকে ছিটকে গিয়ে তাঁর প্রতিক্রিয়া জানাতে এসে প্রথমেই বলে দিলেন, ‘‘আমার দলের বিশ্বকাপ থেকে বিদায় নেওয়াটাই উচিত। আমাদের যা প্রাপ্য সেটাই আমরা পেয়েছি।’’ এখানেই থামেননি লো। তাঁর আরও কথা, ‘‘সত্যিটা স্বীকার করে নেওয়া ভাল। এই বিদায়ও ঐতিহাসিক। জানি জার্মানিতে অনেক ক্ষোভ-বিক্ষোভের ঘটনা ঘটবে। আর সেটাই তো স্বাভাবিক।’’

Advertisement

এমনিতে এই একবিংশ শতাব্দীতে এসে দেখা যাচ্ছে, চ্যাম্পিয়নদের অভিশাপ তাড়া করছে আগের বারের ট্রফিজয়ী দলগুলোকে। বিশ্বকাপ পরিসংখ্যান দেখাচ্ছে, এই নিয়ে ছ’বার কোনও বিশ্বকাপজয়ী দল প্রথম রাউন্ডেই ছিটকে গেল। যার মধ্যে একবিংশ শতাব্দীতে চ্যাম্পিয়নদের ভাগ্য আরও খারাপ হয়েছে। দু’হাজার সালের পর থেকে যে পাঁচটি বিশ্বকাপ হয়েছে, তার মধ্যে চ্যাম্পিয়ন দল হিসেবে পরের রাউন্ডে গিয়েছে একমাত্র ব্রাজিল। ২০০২ সালে। বাকি চার বারই প্রথম রাউন্ডে ছিটকে গিয়েছে চ্যাম্পয়িনরা। যার মধ্যে চার বারই পতন ঘটেছে ইউরোপীয় মহাশক্তিগুলোর। এই চার দেশ হল— ফ্রান্স, ইতালি, স্পেন এবং এ বার জার্মানি। যা নিয়ে লো-র কথা, ‘‘ইতিহাস নিয়ে মাথা ঘামাচ্ছি না। আমার কাছে পারফরম্যান্সই শেষ কথা। এই প্রতিযোগিতায় আমাদের জেতার কোনও অধিকারই ছিল না। শেষ ষোলোর কথা বাদই দিলাম।’’

সাংবাদিক সম্মেলনে এসে দৃশ্যতই ভেঙে পড়েন জার্মান তারকা ম্যাটস হুমেলসও। তিনি বলে যান, ‘‘জীবনে এতটা তিক্ত সন্ধে আসেনি। সত্যিই কিছু ভাবতেই পারছি না। মনের অবস্থাটা যে বোঝাব সে ক্ষমতাও চলে গিয়েছে।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন