বিশ্বকাপে ইংল্যান্ডই গ্রুপ শীর্ষে থাকবে: মোরিনহো

ভবিষ্যদ্বাণী করার আগে মোরিনহো বলেছেন, ‘‘আমি আবেগপ্রবণ হয়ে পড়তে চাই না। কিন্তু হয়ে পড়ছি। এক দিকে আমি চাই আমার ফুটবলাররা জিতুক, আবার চাই কিছু ফুটবলার ছুটিতেও যাক। তাই ভবিষ্যদ্বাণীর কাজটা শক্ত হবে।’’

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৭ জুন ২০১৮ ০৩:৩১
Share:

যে দেশে তিনি এখন কোচিং করাচ্ছেন, সেই ইংল্যান্ড এ বারের বিশ্বকাপে ভাল করবে বলেই মনে করেন জোসে মোরিনহো। পাশাপাশি তিনি যে দেশের মানুষ, সেই পর্তুগালকে নিয়ে খুব একটা আশাবাদী নন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ম্যানেজার। ব্রিটিশ প্রচারমাধ্যমের কাছে বুধবার বিশ্বকাপ ফুটবল নিয়ে নিজের ভবিষ্যদ্বাণী করেছেন মোরিনহো। তাঁর ধারণা, বেলজিয়ামকে টপকে গ্রুপ ‘জি’-তে এক নম্বর হবে ইংল্যান্ড। যার জেরে শেষ ষোলোয় ইংল্যান্ডের খেলতে হতে পারে পোল্যান্ডকে। যে ম্যাচ হ্যারি কেনের দলের পক্ষে জেতা মোটেই কঠিন হবে না বলেই মনে করেন মোরিনহো।

Advertisement

ভবিষ্যদ্বাণী করার আগে মোরিনহো বলেছেন, ‘‘আমি আবেগপ্রবণ হয়ে পড়তে চাই না। কিন্তু হয়ে পড়ছি। এক দিকে আমি চাই আমার ফুটবলাররা জিতুক, আবার চাই কিছু ফুটবলার ছুটিতেও যাক। তাই ভবিষ্যদ্বাণীর কাজটা শক্ত হবে।’’

ইংল্যান্ডের মতো স্পেনও নিজেদের গ্রুপে শীর্ষেই থাকবে বলে মনে করেন মোরিনহো। পর্তুগাল দ্বিতীয়। মোরিনহোর মন্তব্য, ‘‘আমি পরে বুঝিয়ে দেব, যে আমি পুরোপুরি পর্তুগিজ। কিন্তু এখন বলতেই হবে যে, গ্রুপে দ্বিতীয়ই হবে পর্তুগাল।’’

Advertisement

উরুগুয়ে নিয়েও আশাবাদী মোরিনহো। তিনি মনে করেন, ‘‘অভিজ্ঞতা, দক্ষতা এবং মানসিকতা’’ উরুগুয়েকে অনেক দূর নিয়ে যাবে। ‘এ’ গ্রুপে উরুগুয়ের সহজ জয় পাওয়া নিয়ে কোনও সন্দেহ নেই এই বিখ্যাত ম্যানেজারের। একই সঙ্গে রাশিয়াও যে গ্রুপে সহজেই জিতবে, তা নিয়েও সন্দেহ নেই মোরিনহোর। তবে তিনি চমকে দিয়েছেন গ্রুপ ‘সি’-তে রানার্স হিসেবে অস্ট্রেলিয়াকে রেখে। এই গ্রুপে ফ্রান্সের সঙ্গেই রয়েছে অস্ট্রেলিয়া, পেরু ও ডেনমার্ক। কিন্তু মোরিনহো দ্বিতীয় সেরা দল বাছলেন অস্ট্রেলিয়াকে!

এ ছাড়া অবশ্য কোনও চমক নেই। আর্জেন্তিনা, ব্রাজিলকে গ্রুপের এক নম্বর দল হিসেবেই দেখছেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন