আমি মোটেও ‘গোট’ নই, বলছেন মেসি

ক্লাব ফুটবলে অসাধারণ সব কৃতিত্বের মালিক হলেও আর্জেন্তিনাকে এখনও বিশ্বকাপ দিতে পারেননি মেসি। এ বারেই হয়তো শেষ সুযোগ।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৫ জুন ২০১৮ ০৪:০২
Share:

অভিনব: ছাগলের বাচ্চা নিয়ে ফোটোশুট মেসির। ছবি: টুইটার

তাঁর নামের পাশে আগে থেকেই ‘জি ও এ টি’— ‘গোট’ তকমাটা বসিয়ে দিয়েছেন অনেকে। এ বার বিশ্বকাপ শুরুর আগে লিয়োনেল মেসিকে ছাগল কোলে অভিনব ফোটোশুট করতে দেখা গেল একটি মার্কিন ফ্যাশন পত্রিকার হয়ে। হঠাৎ কেন এই অভাবনীয় ফোটোশুট? মনে করা হচ্ছে, বিশ্বকাপের আগেই মেসিকে বিশ্বসেরার মুকুট পরিয়ে দেওয়ার একটি প্রচেষ্টা এটি।

Advertisement

ছাগল কোলে ফোটোশুটের সঙ্গে বিশ্বসেরার কী সম্পর্ক? ‘গোট’ কথাটার অর্থ কিন্তু এ ক্ষেত্রে অন্য। ‘জি ও এ টি’র পুরো কথাটা এখানে হল, গ্রেটেস্ট অব অল টাইম। সর্বকালের সেরা খেলোয়াড়। চমকপ্রদ এই ছবির মারফত যে ইঙ্গিতটাই মার্কিন পত্রিকা মেসি সম্পর্কে দিতে চাইছে বলে অনেকের ধারণা।

কিন্তু মেসি নিজেকে ‘গোট’ বলতে নারাজ। উল্টে তিনি বলছেন, ‘‘আমি মোটেই সেরা নই। আমি বাকিদের মতোই এক জন ফুটবলার। যখন খেলা শুরুর বাঁশি বাজে, তখন আমরা সবাই সমান।’’ নিজেকে নিয়ে মেসিরও আরও মন্তব্য, ‘‘আমি সব সময় চেষ্টা চালাই নিজেকে উন্নত করার।’’

Advertisement

ক্লাব ফুটবলে অসাধারণ সব কৃতিত্বের মালিক হলেও আর্জেন্তিনাকে এখনও বিশ্বকাপ দিতে পারেননি মেসি। এ বারেই হয়তো শেষ সুযোগ। বিশ্বকাপ নিয়ে কী ভাবছেন মেসি? ওই পত্রিকাকে আর্জেন্তিনা অধিনায়ক বলেছেন, ‘‘আমাদের প্রস্তুতিটা ঠিকঠাক নিতে হবে। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের খেলায় আমাদের শেষ মুহূর্ত পর্যন্ত লড়তে হয়েছিল। এখন আমাদের তৈরি হতে হবে চূড়ান্ত পরীক্ষার জন্য।’’

এর আগে মেসি বলেছিলেন, বিশ্বকাপ জেতার ব্যাপারে আর্জেন্তিনা মোটেও ফেভারিট নয়। এখনও সতর্ক তিনি। মেসির মন্তব্য, ‘‘ফ্রান্স, জার্মানি, ব্রাজিল বা স্পেনের সঙ্গে পাল্লা দিতে হলে দল হিসেবে আমাদের আরও শক্তিশালী হয়ে উঠতে হবে। তবে আর্জেন্তিনা সব সময়ই খেতাবের দাবিদার। তা পরিস্থিতি যা-ই হোক না কেন। আমাদের এখন একটা একটা ম্যাচ ধরে এগোতে হবে।’’

ফোটোশুটের সময় ছাগলের সঙ্গে শুটিং করতে হয়েছে মেসিকে। তাতে কোনও সমস্যা হয়নি? মেসি বলেছেন, ‘‘একেবারেই নয়। আমি পশুপাখি খুবই ভালবাসি। ছোটবেলায় ওদের সঙ্গেই আমি বড় হয়েছি। আমাদের বাড়িতে একটি কুকুর আছে। নাম হাল্ক। আমাদের সন্তানরা অনেক কিছু শিখতে পারছে পোষ্যর কাছ থেকে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন