রোনাল্ডোর গোল নিয়ে প্রশ্ন ফ্যাব্রেগাসের

ফ্যাব্রেগাস বলছেন, ‘‘রোনাল্ডোর চারটি গোলের মধ্যে প্রথমটি এসেছে পেনাল্টি থেকে। দ্বিতীয়টি স্প্যানিশ গোলরক্ষক দ্য হিয়ার ভুলে, যেটা অবশ্যই বাঁচানো উচিত ছিল ওর। তৃতীয়টি ফ্রি-কিক।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৩ জুন ২০১৮ ০৪:৪৬
Share:

খোশমেজাজ: পতুর্গালের অনুশীলনে পেপে ও রোনাল্ডো। ছবি: রয়টার্স

রাশিয়া বিশ্বকাপে পরপর দু’ম্যাচে চার গোল পেলেও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো খুশি করতে পারেনি সেস ফ্যাব্রেগাসকে। প্রাক্তন বার্সেলোনা মিডফিল্ডার মনে করেন, যে চারটি গোল রোনাল্ডো করেছেন তার কোনওটা এসেছে সেটপিসে, নয়তো রক্ষণের ভুলে। দল হিসেবে পর্তুগাল বিশ্বকাপে কতটা প্রভাব ফেলতে পারবে সে ব্যাপারেও সন্দেহ প্রকাশ করেছেন ফ্যাব্রেগাস।

Advertisement

বিশ্বকাপ চলাকালীন একটি ব্রিটিশ প্রচারমাধ্যমে বিশেষজ্ঞের মতামত দেওয়ার পাশাপাশি ব্রিটিশ সংবাদপত্রে কলামও লেখেন ফ্যাব্রেগাস। শুক্রবারের লেখা কলামে ফ্যাব্রেগাসের বক্তব্য, ‘‘পর্তুগালের হয়ে সম্পূর্ণ আলাদা ভূমিকা পালন করতে দেখছি রোনাল্ডোকে। আগের মতো সারা মাঠ জুড়ে আর দৌড়তে দেখছি না। ও যে ভাল খেলেছে সেটা অস্বীকার করছি না। কিন্তু কী ভাবে গোলগুলো পেয়েছে সেটা বিশ্লেষণ করা খুবই জরুরি।’’

ফ্যাব্রেগাস বলছেন, ‘‘রোনাল্ডোর চারটি গোলের মধ্যে প্রথমটি এসেছে পেনাল্টি থেকে। দ্বিতীয়টি স্প্যানিশ গোলরক্ষক দ্য হিয়ার ভুলে, যেটা অবশ্যই বাঁচানো উচিত ছিল ওর। তৃতীয়টি ফ্রি-কিক। আর মরক্কোর বিরুদ্ধে গোলটি পেয়েছে কর্নার থেকে হেড দিয়ে। একটি গোলেও কিন্তু দলের বোঝাপড়া বা তিকি-তাকা ফুটবলের নিদর্শন দেখা যায়নি। এটা বলে আমি ওর কৃতিত্বকে একদমই অস্বীকার করছি না। কিন্তু এটাই সত্যি।’’

Advertisement

অথচ ক্রোয়েশিয়ার বিরুদ্ধে আর্জেন্টিনার পরাজয়ের নেপথ্যে লিয়োনেল মেসির কোনও দোষ দেখছেন না ফ্যাব্রেগাস। তাঁর বক্তব্য, ‘‘আর্জেন্টিনায় মেসিকে সাহায্য করার মতো কোনও ফুটবলার নেই। তাই ক্রোয়েশিয়ার বিরুদ্ধে মেসিকে বড্ড একা লেগেছে। দলের মধ্যে যে একদমই বোঝাপড়া নেই সেটা ওদের খেলায় ফুটে উঠছিল।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন