কোরিয়াই রক্ষাকর্তা মেক্সিকোর

ম্যাচের পরে দক্ষিণ কোরিয়ার কোচ বলেন, ‘‘জার্মানি গত বারের চ্যাম্পিয়ন। বিশ্বের এক নম্বর দল।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৮ জুন ২০১৮ ০৫:৩৭
Share:

মেক্সিকো-সুইডেন ম্যাচে ব্যর্থ চিচারিতো, ব্যর্থ মেক্সিকোও।

আনন্দে ভাসছেন দক্ষিণ কোরিয়ার কোচ শিন তায়েইয়ং। জার্মানিকে অবিশ্বাস্য ভাবে ২-০ হারানোর আনন্দে। বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে আগেই ছিটকে যাওয়ার পরেও যে এ ভাবে বিশ্ব চ্যাম্পিয়নদের হারিয়ে দেবেন, ভাবতে পারেননি তিনি। কিম ইয়ং ওন এবং সন হিউং মিন। দুই কোরীয় ফুটবলার যে এ ভাবে জার্মানির জালে বল জড়িয়ে বিশ্বকাপের ইতিহাসে তাঁদের অন্যতম সেরা জয় তুলে নেবেন, সেটা তাঁদের অতিবড় সমর্থকও হয়তো ভাবেননি।

Advertisement

ম্যাচের পরে দক্ষিণ কোরিয়ার কোচ বলেন, ‘‘জার্মানি গত বারের চ্যাম্পিয়ন। বিশ্বের এক নম্বর দল। ওরা কী ভুল করতে পারে সেটা ভেবেই আমরা পরিকল্পনা করেছিলাম। সবাই ভেবেছিল ওরা আমাদের হারিয়ে দেবে। ওদের আত্মবিশ্বাসটাকেই আমরা পাল্টা হাতিয়ার করে বাজিমাত করলাম।’’

এই গ্রুপেরই অন্য ম্যাচেও অঘটন। অগাস্টিনসন, গ্রাঙ্কভিস্ত এবং এডসন আলভারেজের আত্মঘাতী গোলে সুইডেন ৩-০ হারায় মেক্সিকোকে। ফলে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার মুখে চলে এসেছিল মেক্সিকো। কিন্তু দক্ষিণ কোরিয়াই ত্রাতা হয়ে ওঠে তাদের। জার্মানিকে তারা হারানোয় মেক্সিকো গ্রুপে দ্বিতীয় হয়ে নক-আউটে চলে যায়।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন