বিশ্বকাপের দল ঘোষণা কাল, চার নম্বরে কে? দু’জনকে নিয়ে ঝড় উঠতে পারে বৈঠকে

গত কয়েক মাস এই প্রশ্ন নিয়ে সব চেয়ে বেশি আলোড়িত হয়েছে ভারতীয় ক্রিকেট। সম্ভাব্য সমাধান হিসেবে এক জন উঠে এসেছেন। তিনি— বিজয় শঙ্কর।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০১৯ ১৩:৪৬
Share:

বৈঠকে গুরুত্বপূর্ণ হতে চলেছে অধিনায়ক কোহালির মতামত।— নিজস্ব চিত্র।

আর মাত্র কয়েক ঘণ্টার প্রতীক্ষা। সোমবার দুপুরে ঘোষণা করা হবে বিশ্বকাপের জন্য ভারতীয় দল।প্রাথমিক ভাবে দলের একটা রূপরেখাও তৈরি হয়ে গিয়েছে। সূত্রের খবর, সোমবার দুটি বিষয় নিয়ে সব থেকে বেশি আলোচনা হতে পারে বৈঠকে। একটি অবশ্যই দলে দু’ নম্বর উইকেটরক্ষকের বিষয়। তবে তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হতে পারে দলে চার নম্বর হিসেবে কাকে নেওয়া হবে সেই বিষয়টি।

Advertisement

গত কয়েক মাস এই প্রশ্ন নিয়ে সব চেয়ে বেশি আলোড়িত হয়েছে ভারতীয় ক্রিকেট। সম্ভাব্য সমাধান হিসেবে এক জন উঠে এসেছেন। তিনি— বিজয় শঙ্কর। ভারতের হয়ে এখনও পর্যন্ত মাত্র ৯টি ওয়ান ডে খেলে তাঁর সংগ্রহ ১৬৫ রান। সর্বোচ্চ ৪৬। গড় ৩৩।

প্রয়োজনে তাঁকে চার নম্বর ব্যাটসম্যান হিসেবেও ব্যবহার করা যেতে পারে বলে মনে করা হচ্ছে। সঙ্গে ইংল্যান্ডের পরিবেশে কাজে আসতে পারে তাঁর মিডিয়াম পেস বোলিং। কপিল দেবের দৈত্যরা যখন তিরাশিতে বিশ্বকাপ জিতে চমকে দিয়েছিল, সব চেয়ে বড় ভূমিকা নিয়েছিলেন মোহিন্দর অমরনাথ। কারও কারও মতে, বিজয় শঙ্করকে ‘মিনি মোহিন্দর’ ভাবা যেতেই পারে।

Advertisement

সম্ভাব্য চার নম্বর হিসেবে অবশ্য আরও এক জন থাকছেন। তিনি— কে এল রাহুল। বিশেষ করে রায়ুডুর প্রতি দল আস্থা হারানোয় রাহুলের সম্ভাবনা আরও বেড়ে গিয়েছে। নির্বাচনী সভায় কেউ কেউ রায়ুডুকে নিয়ে শেষ চেষ্টা করতে পারেন। কিন্তু রাহুলের পক্ষে যাবে তাঁর সাম্প্রতিক ফর্ম এবং নানা জায়গায় ব্যাট করার ক্ষমতা। প্রয়োজনে ওপেনার হিসেবে তাঁকে খেলানো যাবে, আবার মিডল-অর্ডারেও ব্যবহার করা যেতে পারে।

আরও পড়ুন: চেন্নাইয়ের এই ক্রিকেটারকে নাইট রাইডার্সে পেতে নিজের পাজামা পর্যন্ত বিক্রি করতে রাজি ছিলেন শাহরুখ!

আরও পড়ুন: লড়াই এখন কার্তিকের সঙ্গে পন্থের​

আবার চেতেশ্বর পূজারা এবং ঋষভ পন্থের পক্ষেও কেউ কেউ ব্যাট ধরছেন। এখন দেখার শেষ পর্যন্ত প্রথম একাদশে কারা কারা ঠাঁই পান।

(আইসিসি বিশ্বকাপ হোক বা আইপিএল টেস্ট ক্রিকেট, ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি। ক্রিকেট খেলার সব আপডেট আমাদের খেলা বিভাগে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement